বিজনেসটুডে২৪ প্রতিনিধি, বান্দরবান: পাহাড়ি সন্ত্রাসী বাহিনী মঙ্গলবার রাতে ৭ জনকে অহরণ করেছে। লামার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম বমুখাল এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ওসি মো. শাহদাৎ হোসেন জানিয়েছেন যে খবর পাওয়ার পর সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান চলছে অপহৃতদের উদ্ধারে ।
সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে ডাকাতদল। তবে এলাকাটি দুর্গম ও মোবাইল নেটওয়ার্ক কম থাকায় বিস্তারিত জানা যায়নি।
অপহৃতদের মধ্যে ৫ জন কৃষি শ্রমিক। তারা লোহাগাড়া, চকরিয়া, মানিকপুরসহ কয়েকটি এলাকার কৃষি শ্রমিক। মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. জাভেদ (২৬), আসাদ (১৮) ও মো. আবু হানিফ (২১)। অপর দুজন হলেন খামার মালিক মোহাম্দ আমিন (৩৫) এবং তার ছেলে মোহাম্মদ সাকিব (১৪)।
জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে একদল পাহাড়ি সন্ত্রাসী বাহিনীর সদস্য খামার বাড়িতে আসে এবং খামারের মালিক ও শ্রমিকসহ ৭ জনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় । অপহৃতরা তামাক খেতে কাজ করতেন বলে জানা গেছে।