বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে লাঠিখেলা। গুড় মেলা উপলক্ষে এই খেলার আয়োজন করে চৌগাছা উপজেলা প্রশাসন।
ঢাক ঢোল বাজনায়, গানের তালে তালে যেন এক আনন্দময় উৎসবের আয়োজন। ঢাক ঢোল আর কাঁসার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা এবং পাল্টা আঘাত করেত ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। তাতে উৎসাহ দিচ্ছেন শত শত দর্শক। আবহমান বাংলার এই ঐতিহ্যকে ঘিরে উপস্থিত দর্শকের মাঝে ছিল উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে দূরদুরন্ত থেকে ছুটে এসেছেন দর্শকরা।
কয়েকজন দর্শক জানায়, যুবসমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাস্কৃতিক আয়োজন কার্যকারি ভূমিকা রাখতে পারে। নিয়মিত এই ধরনের আয়োজনের দাবী করেন তারা।
উপজেলার কয়ারপাড়া গ্রামের কিছু মানুষ এই গ্রামীণ ঐতিহ্য ধরে রেখেছেন। গ্রামের সবচেয়ে প্রবীণ খেলোয়াড় চকম আলী (৭৫) ও রুহুল আমিন (৬০) জানায় তারা বাব-দাদার এই পেশাকে এখনো ধরে রেখে মানুষের আনন্দ দেওয়ার জন্য। তারা অর্থের জন্য এই খেলা করেনা । তারা জানায় গ্রামের বৃদ্ধ যুবক মিলে ৩৬ জনের একটি দল রয়েছে তাদের। চৌগাছায় তিনব্যাপি গুড় মেলা উপলক্ষে নির্বাহী কর্মকর্তার আমন্ত্রনে তাদের দল দুই ভাগ হয়ে এই খেলায় অংশ নিয়েছেন। স্থানীয় ইউপি সদস্য শান্ত তাদের এই খেলা ধরে রাখতে বিভিন্নবাবে পৃষ্ঠপোশকতা করে আসছে বলে জানান।
চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৩দিনব্যাপী গুড়মেলার আজ শুক্রবার শেষদিন। মেলায় ২৫ টি স্টল অংশ গ্রহন করেছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার বৈশাখী মঞ্চে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন। এখানকার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে খেজুর গুড়ও। গুড়ের ঐতিহ্য ছড়িয়ে দিতে গুড়ের উৎপাদন বাড়ানো এবং নতুন নতুন গাছি তৈরি করতেই এই মেলার আয়োজন।’গুড়ের মেলা রূপ নিয়েছে গ্রামীণ মেলায়।