রেহাই পেলেন না স্ত্রী বুশরাও
বিজনেসটুডে২৪ ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার কারাবন্দী ইমরান খানকে ১৪ বছর জেল দিয়েছেন আদালত। তার স্ত্রী বুশরা বিবিকেও সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
১৯০ মিলিয়ন পাউন্ড ঘিরে আল কাদির ট্রাস্ট মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খান। তাঁর স্ত্রী বুশরা বিবিও দোষী সাব্যস্ত হয়েছেন এই মামলায় । কোর্ট চত্বর থেকেই বুশরা বিবিকে গ্রেফতার করা হয়।
প্রসিকিউটররা জানান, ইমরান খান ব্যবসায়ী মালিক রিয়াজকে ১৯০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (২৪০ মিলিয়ন ডলার) পাচারকৃত অর্থ থেকে অন্য একটি মামলায় জরিমানা পরিশোধের অনুমতি দিয়েছিলেন, যা ২০২২ সালে ব্রিটিশ কর্তৃপক্ষ পাকিস্তানে ফেরত দিয়ে জাতীয় কোষাগারে জমা দেয়।
অবশ্য ইমরান খান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি ২০২৩ সালে গ্রেফতারের পর থেকে জোর দিয়ে বলে আসছেন যে এসব অভিযোগ তাকে ক্ষমতায় ফিরে আসতে বাধা দেয়ার জন্য প্রতিদ্বন্দ্বীদের একটি ষড়যন্ত্র।
এদিকে, ২০২৩ সালের অগস্ট থেকে ইমরান খান হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে ২০০ টি কেস রয়েছে। তাঁর পার্টির দাবি, ইমরানের মুখ বন্ধ করতেই এমন কেস দেওয়া হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইমরানকে। কোর্টের মধ্যেই সংবাদিকদের উদ্দেশে ইমরান খান বলেন,’ আমি কোনও ডিলও করব না, কোনও ত্রাণও চাইব না।’
২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এর আগে তিনি তিনটি পৃথক রায়ে দুর্নীতি, সরকারি গোপনীয় তথ্য প্রকাশ এবং বিবাহ আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং যথাক্রমে ১০, ১৪ এবং সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন।