Home শিক্ষা মেডিকেল ভর্তিতে কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ

মেডিকেল ভর্তিতে কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি বহাল রাখার প্রতিবাদে রবিবার রাতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা কলেজ শাখা। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে কোটায় ভর্তিতে সুযোগ পাওয়া সব ফল বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবি জানান তারা।

রাত সাড়ে ১০টায় কলেজটির উত্তর ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এরপর বিক্ষোভ মিছিলটি কলেজ থেকে বেরিয়ে মিরপুর সড়কের সায়েন্সল্যাব-নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা কলেজের মূল ফটকে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘ওয়াসিম-সাইদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘চব্বিশের বাংলায়, কোটা প্রথার ঠাঁই নাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘হলে হলে খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। আন্দোলনকারীদের প্রশ্ন, এই অন্তর্বর্তী সরকার থাকার পরও কেন বারবার আন্দোলন করতে হবে? রাত সোয়া ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা জানান, সোমবার সকাল ১১টার মধ্যে এই ফলাফল বাতিল না করলে কেন্দ্রীয় শহিদ মিনারে  শিক্ষার্থীরা ফের বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০। অংশগ্রহণকারী ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাশের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ছিল ২২ হাজার ১৫৯ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৩৬ দশমিক ৮৭ শতাংশ। উত্তীর্ণ মেয়ে পরীক্ষার্থী সংখ্যা ৩৭ হাজার ৯৩৬ জন যা উত্তীর্ণ পরীক্ষার্থীর ৬৩ দশমিক ১৩ শতাংশ। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ৭৫।