Home আন্তর্জাতিক হামাস মুক্তিপ্রাপ্ত ৩ পণবন্দিকে দিয়েছে ব্যাগভর্তি উপহার!

হামাস মুক্তিপ্রাপ্ত ৩ পণবন্দিকে দিয়েছে ব্যাগভর্তি উপহার!

ছবি সংগৃহীত্

বিজনেসটুডে২৪ডেস্ক: ৩ মহিলা পণবন্দিকে হামাস কেবল মুক্তিই দেয়নি, মুক্তি দেয়ার সময় তাদের হাতে তুলে দিয়েছে গিফট ব্যাগ। কি ছিল সেই উপহার ব্যাগে ?

বক্সে ছিল গাজার একটি ছবি, বন্দিদশায় থাকাকালীন অবস্থায় তাঁদের ছবি এবং একটি শংসাপত্র । মুক্তি দেওয়ার আগে একটি অনুষ্ঠানের মাধ্যমে পণবন্দিদের হাতে গিফট বক্স তুলে দেওয়া হয় । অবশ্য, সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ  এই উপহার দেওয়ার বিষয়টির কড়া নিন্দা করেছেন। হামাসের ‘নিষ্ঠুরতার নতুন সংজ্ঞা’ হিসেবে বর্ণনা করেছেন অনেকে। একাধিক ভিডিওতে ওই পণবন্দিদের উপহারের ব্যাগ হাতে মুক্তির আগে হাসতে দেখা গিয়েছে।

তবে ইসরায়েলের সংবাদমাধ্যমের দাবি, হাসিমুখে উপহারের ব্যাগ হাতে ছবি তুলতে রাজি ছিলেন না পণবন্দিরা। তাঁদের উপহার নিতে এবং ছবি তুলতে একপ্রকার বাধ্য করা হয়েছে বলে দাবি।

রবিবার তিন মহিলা পণবন্দি রোমি গোনেন, দোরোন স্টেইনব্রিচার ও এমিলি দামারিকে রেডক্রসের হাতে তুলে দেয় হামাস। তারপর রেড ক্রস এদেরকে ইসরায়েলের কাছে হস্তান্তর করে। এ সময়ে তেলআবিবে প্রতিরক্ষা দপ্তরের বাইরে লাইভ সম্প্রচার করা হয়। তখনই পণবন্দিদের হাতে একটি করে উপহারের ব্যাগ নজরে আসে। তারপরই সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে যে ওই ব্যাগে কী রয়েছে?

২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হয় ইসরায়েল-হামাস সংঘাত। তারপর থেকে যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করছিল আমেরিকা, কাতার, মিশর, সৌদি আরবের মতো একাধিক দেশ। কিন্তু লাভ হচ্ছিল না। অবশেষে গত বুধবার রাতে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল এবং হামাস। চুক্তি অনুযায়ী তিনজনকে মুক্তির পর ধাপে ধাপে আরও ৩০ জন বন্দিকে ইসরায়েলের হাতে তুলে দেবে হামাস। অন্যদিকে ইজরায়েলে জেলবন্দি থাকা ৯০ জন ফিলিস্থিনীকে মুক্তি দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।