বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: সাবেক মন্ত্রী প্রয়াত এম এ মান্নানের বড় ছেলে, মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবদুল লতিফ টিপুকে গ্রেপ্তার করা হযেছে। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ২টায় ব্যাটারি গলির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার টিপুকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমানের আদালতে সোপর্দ্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
টিপুর আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক বলেন, সোমবার দুপুরে আবদুল লতিফ টিপুকে আদালতে তোলা হয়। আদালত মূল নথি প্রাপ্তি সাপেক্ষে শুনানির জন্য অপেক্ষমান রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
টিপুর ভাই দিদারুল আলম দিদার চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক।