Home সারাদেশ ঘোনাপাড়া সীমান্তে বিজিবির বাধায় বিএসএফ-এর কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

ঘোনাপাড়া সীমান্তে বিজিবির বাধায় বিএসএফ-এর কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, জয়পুরহাট: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যে পাঁচবিবির পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। তবে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বাধা দেওয়ায়  নির্মাণকাজ বন্ধ রেখেছে বিএসএফ।

ভারত সীমান্তের মাত্র ২০ গজ অভ্যন্তরে এই কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে । সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা যায় না। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা।

বিজিবির হাটখোলা বিওপির কোম্পানী কমান্ডার শাহ জাহান বলেন, বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ করছিল। আমরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছিল। বিএসএফ সদস্যরা আর কাজ করেনি। আমরা আজকে বিকেল তিনটায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।

২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, বিএসএফ কাজ বন্ধ রেখেছে। এ বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে।