Home বিনোদন সাদা শার্ট, জিনস পরে বাসায় ফিরলেন সাইফ আলি খান

সাদা শার্ট, জিনস পরে বাসায় ফিরলেন সাইফ আলি খান

বুড়ো আঙ্গুল দেখিয়ে বুঝালেন তিনি সুস্থ। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: বলিউড অভিনেতা সাইফ আলি খান মঙ্গলবার বাসায় ফিরলেন ৫দিন পর। এ সময়ে তার  পরনে ছিল সাদা শার্ট, জিনস। বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ। ছোট করে কাটা চুল, কামানো দাড়ি। সোজা হেঁটে বাড়িতে ঢুকলেন তিনি।  আর হাসিমুখে হাত নাড়লেন।

দুপুরে লীলাবতী হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন অভিনেতা। কড়া নিরাপত্তায় তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুড়ো আঙুল তুলে অভিনেতা স্পষ্ট বুঝিয়ে দেন, তিনি একেবারে সুস্থ। তবে বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে সাইফকে। মানতে হবে সমস্ত নিয়ম। চিকিৎসকদের পরামর্শমতো চলতে হবে তাঁকে।

বান্দ্রায় একটি আবাসনে সাইফ, তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান এবং তাঁদের দুই সন্তান, তৈমুর ও জেহ-কে নিয়ে থাকেন।

১৬ জানুয়ারি সাইফের বাড়িতে ঢোকে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। সেইসময় পরিবারের সকলে ঘুমোচ্ছিলেন। আওয়াজ পেয়ে উঠে পড়েন সাইফ। অভিনেতার সঙ্গে দুষ্কৃতীর হাতাহাতি হয় বলে অভিযোগ। এরপর ওই দুষ্কৃতী সইফকে ছয়বার ছুরিকাঘাত করে। জখম অভিনেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর দীর্ঘ অস্ত্রোপচার হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফিরলেন বাসায়।