বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: যুগ-যুগ ধরে মানুষ সঞ্চয়ের টাকায় সোনা কিনে রাখেন। তবে সিংহভাগের কাছে সোনা মানেই সাজের জিনিস, গহনা। বিয়ে, অনুষ্ঠানে অল্প হলেও সকলে সোনার গহনা জমিয়ে রাখেন। বিপদে আপদে বহু কাজে আসতে পারে এই সম্পদ। তাই কিনে সঞ্চয় করে রাখেন অনেকে। মূল্যবান এই ধাতুটির দাম অনেকেরই জানার আগ্রহ থাকে। আজ রবিবার থেকে ভরিতে দাম বাড়ছে সর্বোচ্চ ২ হাজার ৯৯ টাকা। নতুন বছরে এ নিয়ে টানা চতুর্থ দফায় সোনার দাম বাড়ল।
মূল্যবৃদ্ধির পর আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর এই তথ্য জানায় শনিবার রাতে । সমিতি বলেছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ২৯ জানুয়ারি সোনার দাম বেড়েছিল। হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৪৪ হাজার ৮৯০ টাকায় বিক্রি হবে আজ থেকে । আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১ লাখ ১৮ হাজার ৫৪১ টাকায় বিক্রি হবে। সনাতন–পদ্ধতির সোনার ভরি ৯৭ হাজার ৪৭৬ টাকা।
সোনার দাম হ্রাস-বৃদ্ধির পিছনে বহু কারণ থাকে। আন্তর্জাতিক বাজার, সুদের হার, দেশের সোনার বাজার, সরকারি মজুত, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি, ডলারের প্রেক্ষিতে টাকার মূল্যের মতো বিষয়ে উপর সোনার দাম নির্ভরশীল।
উল্লেখ্য, মার্কেটে বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন ক্যারেটের সোনা পাওয়া যায়। ২৪,২২,১৮ ক্যারেটের সোনা বিক্রি হয়। বিভিন্ন ক্যারেটের সোনার দামের মধ্যে পার্থক্য প্রচুর। ক্যারেট এখানে সোনার বিশুদ্ধতা পরিমাপের একক। ২৪ ক্যারেট সোনা হলো সোনার সবথেকে বিশুদ্ধতম (৯৯.৯৯%) রূপ। এটিকে পাকা সোনা বলা হয় আর এই সোনার বাজার দর সবথেকে বেশি। ২২ ক্যারেট (৯১.৬৭%) সোনাটি হলো গহনার সোনা, বাজারে বেশীরভাগ সোনা ২২ ক্যারেটে বিক্রি হয়। এই সোনার রেট ২৪ ক্যারেট সোনার চেয়ে কম ।বাজারে প্রচলিত ১৮ ক্যারেট (৭৫%) সোনার দাম আরও কম।
গহনা তৈরি হয় ২২ ক্যারাট সোনা দিয়েই। কিন্তু কেন? কারণ সোনা অত্যন্ত নরম ধাতু। ২৪ ক্যারাট সোনা দিয়ে তাই গয়নার সূক্ষ্ম কাজ করা অসম্ভব। তাই সোনাকে একটু কঠিন করতে সামান্য পরিমাণে অন্য ধাতু মেশানো হয়।