বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছে যুবলীগ নেতা মুরাদ খান। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর শাজাপুর রেলস্টেশন বাবুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার মুরাদ খান রংপুর মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মুরাদ খান কোতয়ালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছর ৪ আগস্ট নগরীর রাজারামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এজাহারভুক্ত ৫৪ নম্বর আসামি। গত ৪ আগস্ট আওয়ামী লীগের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সংঘর্ষে মুন্না নিহত হন। গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মুরাদ খানসহ ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে মামলা করেন। মুরাদ খান এতদিন আত্মগোপনে ছিলেন।
এ মামলায় গত ৩০ জানুয়ারি বৃহস্পতিবার রাতে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে পোস্ট অফিস সংলগ্ন গলিতে ভাগ্নের বাসা থেকে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মুরাদ খান নগরীর স্টেশন বাবুপাড়া শাজাপুরের মরহুম মোস্তাক আলমের ছেলে। রংপুর মহানগরীতে ছাত্র আন্দোলন থামাতে গুলিসহ যেসব হামলার ঘটনা ঘটেছে তাতে মাস্টারমাইন্ড ছিলেন মুরাদ খান। ওই সব ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডের আবেদন করা হতে পারে।