Home খেলাধুলা ১৮৩ ফিট দূর থেকে কুঠার নিক্ষেপ করে গিনেস বুকে নাম!

১৮৩ ফিট দূর থেকে কুঠার নিক্ষেপ করে গিনেস বুকে নাম!

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: প্রায় ১৮৪ ফিট দূর থেকে কুঠার ছুড়ে নির্দিষ্ট লক্ষ্যভেদ করলেন ওসমান গুরকু নামে এক টার্কিশ । আর এর মধ্যে দিয়েই তিনি গড়লেন নতুন বিশ্বরেকর্ড।

এর আগে সবচেয়ে দূর থেকে কুঠার ছুড়ে লক্ষ্যভেদ করার রেকর্ডটি (১৪৩ ফিট) ছিল আমেরিকার জেসি রুডের। আর ওসমান এই রেকর্ড করেছেন ১৮৩ ফিট ৮.৭২ ইঞ্চি দূর থেকে, যা দৈর্ঘ্যে অলিম্পিকের সুইমিং পুলের থেকেও বেশি।

এ প্রসঙ্গে ওসমানের বক্তব্য, এটি একটি অসাধারণ অনুভূতি কারণ দুরত্বটা অনেক বেশি ছিল। এতোটা দূরে ছুড়তেও হত এবং টার্গেট বোর্ডে কুড়ুলটি আটকাতেও হত। এর আগেও আমি অনেকবার টার্গেট বোর্ডে হিট করেছি,কিন্তু কুড়ুলটি আটকায়নি। কিন্তু আমি হাল ছাড়িনি।

ওসমান সবসময় গিনেস বিশ্বরেকর্ডএর ওয়েবসাইটে গিয়ে খুঁজতেন কোন রেকর্ডটি তিনি ভাঙতে পারবেন। এরপরে গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ডস-এর আরও বেশ কিছু রেকর্ড ভাঙারও লক্ষ্য রয়েছে তাঁর।

তাঁর স্বপ্ন একদিন এই গিনেস বুক ওফ ওয়ার্ল্ড রেকর্ডস খুলে এর পাতাগুলিতে নিজের নাম দেখা। তাঁর সহজ স্বীকারোক্তি, “রেকর্ড গড়ে আমি আনন্দ পাই।”