বিজনেসটুডে২৪ প্রতিনিধি, সিরাজগঞ্জ: রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্পসমূহ বুধবার সকাল থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। তাদের অভিযোগ সড়ক ও জনপথ বিভাগ বিভিন্ন পেট্রোল পাম্প বিনা নোটিসে উচ্ছেদ করেছে। এর প্রতিবাদে তাদের এই কর্মসূচি। উদ্ভুত পরিস্থিতিতে বিপাকে পড়েছেন মোটরসাইকেল ও যানবাহনের চালকরা। সকালে পেট্রল পাম্পে তেল নিতে এসে ফিরে যেতে হয়েছে তাদের।
বাঘাবাড়ি নৌ-বন্দরে পদ্মা, যমুনা এবং মেঘনা অয়েল ডিপো রয়েছে, যেখান থেকে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। এসব জেলায় তেল সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
পেট্রোল পাম্প মালিকরা জানান, ২৯ জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ কোনো নোটিশ ছাড়াই বেশ কয়েকটি পেট্রল পাম্প পরিদর্শন করে অবৈধ ঘোষণা করে মাইকিং করে। বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলেও নতুন করে উচ্ছেদ অভিযান চালিয়ে কয়েকটি পেট্রল পাম্প ভেঙে দেওয়া হয়েছে। অথচ সড়ক ও জনপথ বিভাগের কাছে থেকে বৈধভাবে লিজ নিয়ে ব্যবসা করে আসছে সবাই। বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মকর্তা লিজের পরিবর্তে ওই জায়গা কিনে নিতে বলছে। তেল ব্যবসায়ীরা জায়গা কিনে নিতে রাজি হলেও সড়ক ও জনপথ বিভাগের কর্কর্তারা জায়গা লিখে দেবে না বলে জানান। এ নিয়ে মতপার্থক্যের কারণে সড়ক ও জনপথ সম্পূর্ণ স্বেচ্ছাচারিভাবে এ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। অথচ এ নিয়ে হাইকোর্টে মামলাও চলমান রয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীতে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অফিসে রাজশাহী বিভাগীয় পেট্রলপাম্প ও ডিলার মালিক সমিতি, সিরাজগঞ্জ জেলা পেট্রলপাম্প ও ডিলার মালিক সমিতি, বাঘাবাড়ী ঘাট পাম্প মালিক সমিতি ও উত্তরবঙ্গ ট্যাংকলরি সমবায় সমিতির নেতারা বৈঠক শেষে জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার এ ঘোষণা দেন।
উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিনা নোটিসে পেট্রলপাম্প ভাঙচুর করার প্রতিবাদে মালিক সমিতি উত্তরাঞ্চেলের সব পেট্রলপাম্পে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। রাতে বাঘাবাড়ী অফিসে মালিক-শ্রমিক সমিতির যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।