Home অন্যান্য স্বপ্ন প্রকল্পের ভোগ্যপণ্য বিতরণ

স্বপ্ন প্রকল্পের ভোগ্যপণ্য বিতরণ

ভোগ্যপণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

বিজনেসটুডে২৪ সংবাদদাতা

কুড়িগ্রাম: জেলার  উলিপুরে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া স্বপ্ন প্রকল্পের ৫শত১০ উপকারভোগী পরিবারের মাঝে ভোগ্যপণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

বুধবার দুপুরে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে উপজেলার ধামশ্রেনী ইউনিয়ন পরিষদ মাঠে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউনাইটেড গ্রুপের আর্থিক সহায়তায় উপকারভোগীদের মাঝে প্রত্যেককে ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ১লিটার তেল, ১ কেজি চিড়া, ২ টি করে সাবান প্রদান করা হয়।

উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহনে নারীর সামর্থ্য উন্নয়ন(স্বপ্ন) প্রকল্পের আওতাধীন উপজেলার ১৩টি ইউনিয়নের ৫শত ১০ উপকারভোগী পরিবারের মাঝে পর্যায়ক্রমে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ধামশ্রেনী ইউপি চেয়ারম্যান রাখিবুল হাসান সরদার, স্বপ্ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাহমুদুল হক, ইউনাইটেড গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ওমর খান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, ইউনিয়ন কর্মী নুসরাৎ সারওয়ারী নিলা প্রমূখ।