Home অন্যান্য বুড়িতিস্তার ওপর পৌরসভার সাঁকো

বুড়িতিস্তার ওপর পৌরসভার সাঁকো

 

বিজনেসটুডে২৪ সংবাদদাতা

কুড়িগ্রাম: জেলার উলিপুরের পাতিলাপুরে বুড়িতিস্তা নদীর ওপর অবশেষে একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করে দিচ্ছে পৌরসভা। এতে জনদুর্ভোগ কিছুটা লাঘব হবে।

সেতুর অভাবে পৌরসভাসহ দু’টি ইউনিয়নের মানুষ যাতায়াতে চরমে দুর্ভোগে ছিলেন। আপাতত অস্থায়ী সাঁকোটি হলে তাদের যাতায়াতে সমস্যা কমবে।

শুক্রবার বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর জনদুর্ভোগের বিষয়টি জানালে পৌরসভা এগিয়ে আসে। মেয়র তারিক আবুল আলা জানান, ব্রিজের অভাবে ওই এলাকার মানুষের দীর্ঘদিন ধরে চলাচলের অসুবিধা ছিল। জনস্বার্থে সেখানে সাঁকো তৈরি করে দেওয়া হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ উদ্দৌল্লা জানান, এখানে সেতু তৈরির জন্য  প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে। অনুমোদন পাওয়ার পর কাজ শুরু করা হবে।

এখানে ১৯২৫ সালে তৈরি একটি সেতু ছিল। গত বর্ষা সেটা ভেঙ্গে যায়। তখন স্থানীয়রা চলাচলের জন্য একটি সাঁকো তৈরি করে দেন। কয়েক মাসের মধ্যে সেটা ভেঙ্গে গেলে যাতায়াত বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে কোমর পানি অতিক্রম করে পারাপার হতে হয়েছে।