Home বিনোদন সাইফআলির উপর হামলা নিয়ে কারিনার রহস্যজনক পোস্ট

সাইফআলির উপর হামলা নিয়ে কারিনার রহস্যজনক পোস্ট

বিজনেসটুডে২৪ ডেস্ক: বলিউড তারকা সাইফ আলি খানের উপর হামলার ঘটনা নিয়ে কারিনা সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছেন, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘বিয়ে, বিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু, অভিভাবকত্বের মতো বিষয়গুলি আপনি বুঝবেন না যতক্ষণ না এগুলো আপনার সঙ্গে ঘটছে। ততক্ষণ পর্যন্ত, সত্যি কিছুই বোঝা সম্ভব নয়। জীবনের বিভিন্ন পরিস্থিতি নিয়ে ধারণা ও কল্পনা কখনোই বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি বুদ্ধিমান। কিন্তু যখন আপনি কঠিন পরিস্থিতিতে নমনীয় থাকার শিক্ষা নেবেন, তবেই আপনি সব কিছু বুঝতে পারবেন।’

নেটিজেনদের মতে, করিনার এই পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ। অনেকেই ধারণা করছেন, এটি হয়তো তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন, বিশেষত সাইফের ওপর হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে। তবে, সাইফের উপর হামলার ঘটনা বেশ বিস্ময়কর। জানুয়ারির ১৬ তারিখে সাইফের বাড়িতে হামলা চালায় এক দুষ্কৃতী।

প্রথমে পরিচারিকার সঙ্গে কথা কাটাকাটি হলে সাইফ বেরিয়ে আসেন এবং তার সঙ্গে হাতাহাতি হয়। তখনই ছুরি দিয়ে সাইফের পিঠে আঘাত করা হয়। এই আঘাতে ছুরির ভাঙা টুকরো সইফের পিঠে গেঁথে যায়, যা পরে লীলাবতি হাসপাতালে অপারেশন করে বের করা হয়। অপারেশন করার পাঁচ দিনের মধ্যেই সইফ সুস্থ হয়ে হেঁটে বাড়ি ফিরে আসেন। এর পর, অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন ঘটনার দিন করিনা হাসপাতালে সাইফের সঙ্গে ছিলেন না।

এছাড়া, সাইফের ওপর হামলার ঘটনার সত্যতা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন ফিল্ম সমালোচক কামাল আর খান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সাইফকে ছ’বার ছুরি দিয়ে আক্রমণ করা হলো অথচ আক্রমণকারী সাইফকে কোনো আঁচড়ও দিল না। সিসিটিভি ফুটেজেও আক্রমণকারীর মুখের সঙ্গে গ্রেফতারকৃত ব্যক্তির কোনও মিল নেই। আমার মনে হয়, ওই রাতে আসলে কিছুই হয়নি, এটি সাইফ-করিনার ঝগড়ার পরিণতি হতে পারে।’ এদিকে, এই ঘটনার পরও সাইফের সুস্থ হয়ে ওঠা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।