Home Second Lead চিনা পণ্যের ওপরে চড়া শুল্ক  : ট্রাম্প

চিনা পণ্যের ওপরে চড়া শুল্ক  : ট্রাম্প

বিজনেসটুডে২৪ডেস্ক

উহানের ভায়রোলজি ল্যাবরেটরি থেকে করোনাভাইরাস ছড়ানোর ‘অপরাধের’ শাস্তি হিসাবে চিনের পণ্যের ওপরে চড়া হারে শুল্ক বসাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া আমেরিকায় যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের চিনের বিরুদ্ধে মামলা করতে অনুমতি দেবেন।

বৃহস্পতিবার ট্রাম্পকে প্রশ্ন করা হয়, চিনে যে ল্যাবরেটরিতে করোনাভাইরাস বানাচ্ছিল, তার কি কোনও প্রমাণ আছে। ট্রাম্প জোরের সঙ্গে বলেন, “অবশ্যই আছে।” তাঁর জানতে চাওয়া হয়, গোয়েন্দারা ঠিক কী বলছেন? তিনি বলেন, “এখন আপনাদের সেকথা জানাতে পারব না।”

এর আগে আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্সের অফিস থেকে বলা হয়, বিজ্ঞানীদের মতে করোনাভাইরাস ম্যানমেড নয়। কিন্তু তাও আমরা তদন্ত করছি। কোনও প্রাণির দেহ থেকে সংক্রমণ ছড়িয়েছিল, নাকি ল্যাবরেটরিতে এই ভাইরাস বানানো হচ্ছিল, জানার চেষ্টা হচ্ছে।

কীভাবে করোনা অতিমহামারী শুরু হল, তা নিয়ে বিশ্ব জুড়ে চলছে বিতর্ক। চিন ল্যাবরেটরিতে ভাইরাস বানানোর কথা অস্বীকার করেছে। তাদের দাবি উহানের সি ফুডের বাজার থেকে এই রোগ ছড়িয়েছিল। মার্কিন গোয়েন্দারা জানতে চেষ্টা করেছিলেন দু’টি তথ্য। প্রথমত উহানের ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়েছে কিনা? দ্বিতীয়ত চিনে ঠিক কতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অনেক দেশই দাবি করেছে, চিন প্রথম দিকে অতিমহামারী ঠেকাতে ঠিকমতো ব্যবস্থা নেয়নি। ঠিক কীভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল, তা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। সব শেষে এই দাবির সঙ্গে গলা মিলিয়েছে অস্ট্রেলিয়া। আমেরিকা অবশ্য ইতিমধ্যেই আলাদা করে করোনাভাইরাসের উৎস নিয়ে তদন্তে নেমেছে। তদন্তে এখনও পর্যন্ত কী পাওয়া গিয়েছে জানানো হয়নি। তদন্তের ফলাফল কবে প্রকাশ্যে আনা হবে তাও স্পষ্ট নয়।

আমেরিকায় যেভাবে করোনাভাইরাসের মোকাবিলা করা হয়েছে, তা নিয়েও শুরু হয়েছে সমালোচনা। অনেকের দাবি, ট্রাম্প প্রশাসন প্রথমদিকে করোনা সংক্রমণের গুরুত্ব বুঝতে পারেনি। ব্যবস্থা নিতে দেরি করেছে। সম্প্রতি ট্রাম্প অতিমহামারী নিয়ে চিনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। অতিমহামারীর ক্ষয়ক্ষতির জন্য চিনের কাছে ক্ষতিপূরণ দাবি করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।