Home Second Lead ধান কাটতে যাননি মাশরাফি, নিয়ে গেছেন হারভেস্টার

ধান কাটতে যাননি মাশরাফি, নিয়ে গেছেন হারভেস্টার

বিজনেসটুডে২৪ ডেস্ক

নড়াইল আসনের সাংসদ, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এলাকায় ধান কাটেন নি। তবে, এলাকায় কৃষকদের ধান কাটার জন্য নিয়ে গেছেন কম্বাইন্ড হারভেস্টার।

করোনার প্রভাবে চারিদিকে যখন শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে কৃষকরা যখন চরম দুশ্চিন্তায়, ঠিক তখন তিনি নিয়ে আসলেন ফসল কাটার আধুনিক প্রযুক্তি

কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ঘন্টায় এক বিঘা জমির ধান কাটা যায়। দিনে ১০১২ বিঘা জমির ধান কাটা সম্ভব। ধান কাটা নয়, সাথে সাথে  ধান মাড়াই করে বস্তাবন্দি করা যায়। ধান কাটার সময় বাঁচাবে, কষ্ট কমাবে। কমবে সামগ্রিকভাবে উৎপাদন ব্যয়

নড়াইলে ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার দিয়ে।

কম্বাইন্ড হারভেস্টারের জন্য তিনি কৃষি মন্ত্রীর কাছে ডিও লেটার পাঠিয়েছিলেন ২১ এপ্রিল। এর প্রেক্ষিতে একটি হারভেস্টার পৌঁছে গেছে।কয়েকদিনের মধ্যে আরো ৩টি পৌঁছবে নড়াইলে কৃষি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হবে হারভেস্টারগুলো