Home কলকাতা মুড়িগঙ্গার ডুবোচরে ধাক্কা খেয়ে ফেটে গেছে পণ্যবোঝাই বার্জ

মুড়িগঙ্গার ডুবোচরে ধাক্কা খেয়ে ফেটে গেছে পণ্যবোঝাই বার্জ

ফাটা বা্র্জ। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গের বজবজ থেকে ফ্লাইঅ্যাশের বোঝাই নিয়ে আসার পথে পণ্যবাহী বার্জ এমভি সিওয়ার্লড ডুবোচরের সাথে ধাক্কা খেয়ে ফেটে গেছে। সেখানে আটকে গেছে বার্জটিও। জাহাজটির ডেকসহ বডিতে মাঝখান থেকে বড় ফাটল তৈরি হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে মুড়িগঙ্গা নদীর চরে ধাক্কা খেয়েছে ১০০ ফুট লম্বা বার্জটি। এতে যে ফাটল সৃষ্টি হয়েছে সেখান দিয়ে হু হু করে পানি ঢূকতে শুরু করলে নাবিকরা টের পান। তারা বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করেন। তখন নদীতে স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরছিলেন। তাঁরা সেই চিৎকার শুনে ঘটনাস্থলে যান। নাবিকদের উদ্ধার করে সাগর থানায় খবর দেন। পরে ১২ জন বাংলাদেশি নাবিককে উদ্ধার করে সাগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা যায়, কলকাতার পাইলটের কাছ থেকে জাহাজটির পাইলট নিয়ন্ত্রণ নেয়ার কিছু সময় পরে ওই দুর্ঘটনার কবলে পড়ে। ডুবোচরে আটকে গেছে বার্জটি। উদ্ধারর জন্য  কলকাতা বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বার্জটি বাংলাদেশের একটি সিমেন্ট কারখানার কাঁচামাল ওই ফ্লাইঅ্যাশ নিয়ে আসছিল।