Home বিনোদন বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস যেভাবে কাটালেন রুবেল-শ্বেতা

বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস যেভাবে কাটালেন রুবেল-শ্বেতা

রুবেল-শ্বেতা। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক:দিন কয়েক আগেই গাঁটছড়া বেঁধেছেন ভারতে টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস। গোটা বাংলার সাক্ষী থেকেছে সেই সুন্দর মুহূর্তর। যেন রূপকথার নায়ক নায়িকা একসঙ্গে ঘর বেঁধেছেন। আর তারপরে এই প্রথম ভ্যালেন্টাইন্স ডে পালন করেছেন তারকা জুটি।

প্রেম সপ্তাহ শেষে ভালোবাসার এই বিশেষ দিনে একে-অন্যকে শুভেচ্ছা জানিয়ে মনের কথা ভাগ করলেন শ্বেতা-রুবেল। একঝাঁক ছবিতে তুলে ধরলেন নানা মুহূর্ত।

তাঁর জীবনটাকে ভালোবাসায় ভরিয়ে তোলার জন্য রুবেলকে ধন্যবাদ জানিয়েছেন শ্বেতা। লিখলেন, ‘আমাকে তোমার হৃদয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যখন আমি দুঃখে থাকি তখন আমায় আগলে নেওয়ার জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য, আমাকে হাসানোর জন্য তোমায় ধন্যবাদ। তবে সবচেয়ে বেশি যেটা ভালোলাগে, সেটা হলো আমি যেমন, তুমি ঠিক সেই ভাবেই আমায় ভালোবেসেছ। আমিও সেই ভাবেই তোমায় ভালোবাসি। এবং আমি তোমাকে সারাজীবন এ ভাবেই ভালোবাসব।’

জীবনের প্রতিটি মুহূর্তে রুবেলকে পাশে চাই তাঁর। ভালোবাসার এই বিশেষ দিনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি তোমায় এতটুকুই বলতে চাই, তুমি প্রতিদিন এ ভাবেই আমার হৃদয়ে থাকবে। তোমায় ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা।’

রুবেল তাঁর মনের মানুষকে প্রেম জীবনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। আমার জীবনে আসার জন্য তোমায় অনেক ধন্যবাদ।’ নবদম্পতির এই সুন্দর মুহূর্তকে ভালোবাসায় ভরিয়েছেন ভক্তরাও।

বৈদিক মতে বিয়ে সেরেছেন শ্বেতা-রুবেল। একটা সময় সিরিয়ালের সেট থেকে তাঁদের প্রেম পর্ব শুরু হয়েছিল। এখন জীবনের দীর্ঘ প্রতীক্ষিত সেই সুন্দর সময় কাটাচ্ছেন দম্পতি।