বিজনেসটুডে২৪ ডেস্ক: বেশীরভাগ ক্ষেত্রে প্রেম ও বিয়ে নিয়ে চর্চায় থাকেন টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় যে কোনও ছবি- ভিডিও শেয়ার করা মাত্র ধেয়ে আসে কটাক্ষ। কী ঘটছে তাঁর জীবনে সেদিকে নজর থাকে নেটিজেনদের একাংশের।
ছেলে অভিমন্যু অর্থাৎ ঝিনুককে একা হাতে মানুষ করছেন শ্রাবন্তী। তাঁর গার্লফ্রেন্ড দামিনী ঘোষকে এতদিনে সকলেরই চিনে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলে প্রায়ই দেখা যায়, হবু বৌমার সঙ্গে নানা মুহূর্ত। এমনকী ভ্যাকেশন, পার্টি হোক কিংবা পুজো, দামিনীর সঙ্গে লেন্সবন্দী হয়েছেন শ্রাবন্তী। অভিমন্যু ও দামিনী ২০১৮ সাল থেকে প্রেম করছে ।
শোনা যায়, ভবিষ্যতে টলিউড ইন্ডাস্ট্রিতেই কাজ করার ইচ্ছে ঝিনুকের। তবে অভিনয় নয়, বাবার মতো ক্যামেরার পিছনে কাজ করতে আগ্রহী সে। ভবিষ্যতে দামিনীর সঙ্গেই সাংসার পাততে চায় ঝিনুক। বৌমার সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক খুব ভাল, একেবারে বন্ধুর মতো।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এপ্রসঙ্গে নায়িকা বলেন, “ওরা (ঝিনুক ও দামিনী) সেটল করবে। ঝিনুকের প্রথম প্রেম। এত বছরের প্রেম। আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড়, ফলে অনেক পরিণত। আমি তো ভীষণ খুশি। আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী। ও আমার থেকে ১০ বছরের ছোট। বোনের মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর। আমরা তিন জন মিলে ঘুরতে যাই, খুব উপভোগ করি।”
মাত্র ১৬ বছর বয়সে মা হয়েছিলেন শ্রাবন্তী। ছেলের সঙ্গেও এজন্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাঁর কথায়, “আমি ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি। আমার ছেলের সঙ্গেই আমি বড় হয়েছি। ১৬ বছর বয়সে মা হয়েছি। তখন দশম থেকে একাদশ শ্রেণি। আজ আমার ছেলে আর আমি বন্ধু, ভাইবোন। এখন ও আমার অভিভাবক। আমি ওকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ নাম দিয়েছি। এত শাসন করে আমাকে! আমাকে বলে, ‘তোমার মধ্যে কোনও দিন পরিণতিবোধ আসবে না! শিশুই থেকে যাবে!’ আমি বলি, আমার এ রকমই ভাল লাগে।”
আপাতত ব্যক্তিগত জীবন গোছানোর অর্থাৎ সংসার করার কোনও পরিকল্পনা নেই শ্রাবন্তীর। তিনি বলেন, “ভবিষ্যতে করব কি না বলতে পারছি না। জীবন উপভোগ করছি।” তবে প্রেমে থাকতে ভালোবাসেন তিনি। অভিনেত্রী বলেন “প্রেমে তো থাকিই। কিন্তু সমস্যাটা হচ্ছে ভবিষ্যৎ ভাবতে শুরু করে দেয় সকলে। আমার একটু সময় লাগে সব কিছুতে। প্রত্যেকের বাঁচার অধিকার রয়েছে। সে কিসে ভাল থাকবে, সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তা না, তিন-চারটে বিয়ে, সমাজের কত চোখরাঙানি। আমার কিচ্ছু এসে-যায় না।”
২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে করেন শ্রাবন্তী। রাজীব ও শ্রাবন্তীর একমাত্র ছেলে ঝিনুক। বিয়ের প্রায় ১৫ বছর পর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় নায়িকার। সে বছরই মডেল কৃষ্ণ ভি রাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন শ্রাবন্তী। এক বছরের মধ্য মধ্যেই ভেঙ্গে যায় সে সম্পর্কও। এরপর তিন বছর পর রোশনের সঙ্গে বিয়ে করেন তিনি। ২০১৯ সালের এপ্রিল মাসে রোশন সিংহকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এটি ছিল অভিনেত্রীর তৃতীয় বিয়ে। বিচ্ছেদের আগে দু’জনের মধ্যে বেশ কিছুদিন ধরেই পরোক্ষভাবে চলেছে পোস্ট, পাল্টা পোস্টের মাধ্যমে ঠান্ডা লড়াই।