Home সারাদেশ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটও বন্ধ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটও বন্ধ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর: পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটে উৎপাদন বন্ধ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটের মধ্যে ২য় ইউনিট ও ৩য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও সচল ছিল ১ম ইউনিট। কিন্তু মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২ টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।

তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩য় ইউনিটটির ইআরপি হিটারের বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় গত শনিবার (১৫ ফেব্রুয়ারী) বেলা ১১টা ৩৮ মিনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়।
 ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২য় ইউনিটি ওভার হোলিং এর জন্য বন্ধ। তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১ম ইউনিটটির বয়লার টিউব ফেটে গেছে। এতে বন্ধ বিদ্যুৎ উৎপাদন।

যোগাযোগ করা হলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,যান্ত্রিক ত্রুটির কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। তবে আগামী দুই-এক সপ্তাহের মধ্যে এগুলো ত্রুটি মুক্ত করে উৎপাদন শুরু করা হবে।