বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর: পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটে উৎপাদন বন্ধ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে।
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটের মধ্যে ২য় ইউনিট ও ৩য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও সচল ছিল ১ম ইউনিট। কিন্তু মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২ টা ৪৩ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে এই ইউনিটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।
যোগাযোগ করা হলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,যান্ত্রিক ত্রুটির কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটই বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। তবে আগামী দুই-এক সপ্তাহের মধ্যে এগুলো ত্রুটি মুক্ত করে উৎপাদন শুরু করা হবে।