Home কৃষি আলুর আরও একটি চালান গেল নেপালে

আলুর আরও একটি চালান গেল নেপালে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পঞ্চগড়: নেপালে আলুর আরও একটি চালান গেল।  বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এই চালানে  ১০৫ টন আলু রপ্তানি হলো। গতকাল বৃহস্পতিবার এই আলুর বোঝাই নিয়ে ৫ টি ট্রাক গিয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান,  পাঁচটি গাড়িতে ১০৫ টন আলু নেপালে রপ্তানি হয়েছে। প্রতি গাড়িতে ছিল ২১ টন আলু। আলুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ৩৪৪ টন আলু নেপালে রপ্তানি হয়েছে। আলুগুলো রপ্তানি করেছে থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস এগ্রো, সুফলা মাল্টি প্রডাক্টস লিমিটেড ও লোয়েড বন্ড লজিস্টিকসহ কয়েকটি প্রতিষ্ঠান।

এরআগে, প্রথম চালানে ৩৩৬ মেট্রিক টন আলু রপ্তানি রপ্তানি হয়েছে নেপালে কয়েকদিন আগে। আলুগুলো রংপুর বিভাগের বিভিন্ন এলাকার।  এর আগেও বেশ কয়েকবার নেপালে আলু রপ্তানি হয়েছে।

বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।