Home কলকাতা এলাহি বিয়ে বট-পাকুড়ের, ভুড়িভোজ কয়েক শ’ অতিথির

এলাহি বিয়ে বট-পাকুড়ের, ভুড়িভোজ কয়েক শ’ অতিথির

ত্রিনয়ন চক্রবর্তী, কলকাতা: বিয়ের আসর জমজমাট মাথাভাঙ্গা শহরে । পুরোহিতের গম্ভীর মন্ত্রোচ্চারণ, সঙ্গে সানাইয়ের সুর। ছাঁদনাতলা ঘিরে কয়েকশো নিমন্ত্রিতের উচ্ছ্বাস। এইসব যেন ছুঁয়ে যাচ্ছিল বিয়ের সাজে বর-কনেকেও! বাদলের বাতাসে ছন্দে দুলছিল তো ওদের শরীরও!

বট আর পাকুড়! বট কনে, পাকুড় বর। ব্যান্ড পার্টির শব্দ এবং অনুষ্ঠান আয়োজনের জৌলুসে কোনও ঘাটতি ছিল না। মাথাভাঙ্গা শহরের পশ্চিমপাড়ায় মোরঙ্গা রোডের ধারে রীতিমতো প্যান্ডেল করে আয়োজন করা হয় অভিনব এক বিয়ের অনুষ্ঠানের। তবে  এই বিয়ে কোন পুরুষ ও নারীর মধ্যে নয়, বিয়ে হয়েছে দুটি গাছের।

বাড়ির সামনে দীর্ঘদিন ধরে বেড়ে উঠা একটি পাকুড়গাছ ও একটি বটগাছের। দুটি গাছ একসাথে বেড়ে উঠলে বিয়ে দিতে হয় এমনটা সমাজে প্রচলন রয়েছে। বিষয়টি জানার পরই প্রতিবেশী দুই ব্যাবসায়ী সুদীপ সাহা এবং বাসুদেব সাহা  পাকুড়েশ্বর এবং বটেশ্বরীর বিয়ে দেবার সিদ্ধান্ত নেন।

বরকর্তা সুদীপ সাহা এবং কনেকর্তা বাসুদেব সাহা দুজনেই অবশ্য জানান, যাদের বিয়ে হচ্ছে তাদের বয়স জানা নেই। ছোটবেলা থেকেই দেখছেন দুটি গাছ পাশাপাশি রয়েছে।

এদিন তাই সমস্ত রীতি  মেনে পুরোহিত দিয়ে ব্যান্ড বাজিয়ে বিয়ের আয়োজন চলে অনেক রাত পর্যন্ত। বিয়েতে নিয়ন্ত্রিত ছিল  প্রায় ৩ শতাধিক। ব্যান্ড পার্টি নিয়ে বরযাত্রীরাও আসেন। বিয়ে দেখতে ভিড় জামান  শহরবাসীর অনেকেই। বিয়ে শেষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। মেনুতে ছিল খিচুড়ি, লাবড়া এবং পায়েস।

বিয়ের পুরোহিত বিল্ব চক্রবর্তী জানান, গান্ধর্ব মতে অধিবাস, বৃদ্ধি, সম্প্রদান সহ মানুষের বিয়েতে যে ধরনের আচার অনুষ্ঠান করা হয় একই পদ্ধতিতে এই বিয়ে দেওয়া হয়েছে।