বিজনেসটুডে২৪ প্রতিনিধি, দিনাজপুর: প্রায় ৯ মাস পর আবারো শুরু হলো ভারত-বাংলাদেশ মালবাহী ট্রেন চলাচল। চিনা মাটির গুঁড়োভর্তি ৪৬ ওয়াগন নিয়ে বৃহস্পতিবার ওপারের রাধিকাপুর থেকে এপারে প্রবেশ করলো বিরল দিয়ে। চিনা মাটির গুঁড়ো টাইলস শিল্পের কাঁচামাল। এরআগে বিরল স্টেশনে গত বছর ২৪ মে সর্বশেষ মালবাহী ট্রেন এসেছিল।
কাস্টমস ও ভ্যাট এক্সাইজ এবং বিরল রেল স্টেশন কর্মকর্তারা জানান, কাস্টমস ও ইমিগ্রেশন এর যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছে রেলগাড়িটি। পণ্য খালাসের পর পুনরায় ওই ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে।
উল্লেখ্য, ভারত-বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে রেলপথে পণ্য আমদানী ও রপ্তানির তিনটি রুট ব্যবহার করা হয়। এর মধ্যে রাধিকাপুর- বিরল, গেদে-দর্শনা, পেট্রাপোল ও বেনাপোল এই তিনটি পথে আমদানী ও রপ্তানি কার্যক্রম চলে। এর মধ্যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পেট্রাপোল-বেনাপোল বন্দর হয়ে প্রথম রেলপথে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়। ভারতীয় রেলের তথ্য অনুযায়ী রেলপথে পণ্য আদান-প্রদান পুনরায় শুরু হওয়ার পর ভারত থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার টন পণ্য বাংলাদেশে এসেছে।