Home বিনোদন উত্তাপ বাড়ালেন উরফি জাভেদ

উত্তাপ বাড়ালেন উরফি জাভেদ

উরফি জাভেদ। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: বিচিত্র সব পোশাক পরে ভারতীয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ একাধিক বার উঠে এসেছেন খবরের শিরোনামে। কখনও তাঁকে পরতে দেখা গিয়েছে ব্লেড দিয়ে তৈরি পোশাক। কখনও আবার কাচ কিংবা ছবি দিয়ে তৈরি পোশাক পরে ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি।

ইনস্টাগ্রামে উরফির অনুরাগীর সংখ্যা ৫৩ লক্ষেরও বেশি। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।  প্রশংসা করেন অনেকেই। তবে ভক্তদের মনে ঝড় তুললেও, তাঁর পোশাক নিয়ে কটূক্তি করতে ছাড়েনি নেটাগরিকদের একাংশ।

তবে সেসবে খুব একটা কান দেন না তিনি। কান দেন না তাঁর ভক্তরাও। সম্প্রতি সেই ইনস্টাগ্রামেই উরফি আপলোড করেছেন বেশ কিছু ছবি যা দেখে ঘুম ছুটেছে ভক্তদের।

ছবি সংগৃহীত

একটা ছবিতে উরফিকে দেখা গিয়েছে কালো রঙের গাউন এবং কেপ জ্যাকেটে। সঙ্গে হাতে ছিল সোনালী কাফ।

ছবি সংগৃহীত

দ্বিতীয় অবতারে উরফি ধরা দিয়েছেন সবুজ এমব্রয়ডারি করা ব্রালেট এবং হলুদ ড্রেপড স্কার্টে। সঙ্গে ছিল মানানসই চুরি এবং কানের দুল। পাহাড়ি সিঁড়িতে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন উরফি।

সংগৃহীত ছবি

তৃতীয় পোশাকটি সবচেয়ে প্রশংসা কুড়িয়েছে উরফির অনুরাগী মহলে। সোনালী বিড দেওয়া ফ্রিঞ্জ টপ ও কালো প্যান্টে মোহময়ী রূপে ধরা দিয়েছেন উরফি। সঙ্গে ছিল কানের দুল ও কাফ।

সংগৃহীত ছবি

সর্বশেষ ছবিতে উরফিকে দেখা যাচ্ছে লাল গাউনে। কোমরের নিচের দিকটি স্বচ্ছ জালের মতো। পায়ে উঁচু হিল দেওয়া জুতো। ভক্তদের জন্য নিজের পায়ের ছবি আলাদা করেও পোস্ট করেছেন উরফি।

সংগৃহীত ছবি

প্রকাশের সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরল উরফির নতুন অবতারের ছবি। সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। তবে এই জনপ্রিয়তা নতুন নয় উরফির কাছে। আগেও হরেক অবতারে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন তিনি।

সংগৃহীত ছবি

প্রকাশের সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরল উরফির নতুন অবতারের ছবি। সঙ্গে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। তবে এই জনপ্রিয়তা নতুন নয় উরফির কাছে। আগেও হরেক অবতারে ভক্তদের মনে ঝড় তুলেছিলেন তিনি।

উরফি জাবেদ ১৯৯৮ সালের ১৫ই অক্টোবরে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনউতে জন্মগ্রহণ করেন। তিনি লখনউয়ের নাম করা বিদ্যালয় সিটি মন্টেসরি স্কুল থেকে তার স্কুল জীবন সমাপ্ত করেন। তিনি অ্যামিটি বিশ্ববিদ্যালয়, লখনউয়ে থেকে গণযোগাযোগে স্নাতক করেন।

সৌজন্যে: আজকাল, আকাশ দেবনাথ