Home First Lead মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নওগাঁ:শনিবার দিবাগত মধ্যরাতে জেলার সাপাহার পত্নীতলার মধুইল এলাকায় রাস্তার ওপর বড় বড় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে বাস ডাকাতি হয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, রাস্তার ওপর গাছ ফেলে পথ বন্ধ করার ফলে সেখানে আটকে পড়ে যাত্রীবাহি বিআরটিসি বাস। সশস্ত্র ডাকাতদল সেখানে চড়াও হয়। তারা অস্ত্রের মুখে নগদ টাকা, মোবাইল ফোন কেড়ে নেয়া যাত্রীসাধারণের কাছে থেকে। এরপর, সেখানে আরও দুটি মাইক্রোবাসের যাত্রীদের জিনিসপত্র লুট করে। এই পর্যায়ে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়। তা টের পেয়ে ডাকাতদল সটকে পড়ে পুলিশ পৌঁছার আগেই। পুলিশ সেখানে পৌঁছে সড়ক থেকে ব্যারিকেড অপসারণ করে এবং গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

পত্নীতলা থানার ওসি এনায়েতুর রহমান বলেছেন, রাত ১২টার দিকে রাজশাহী থেকে সাপাহারগামী একটি বিআরটিসি বাস আটকায় ডাকাত দল। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।