Home বিনোদন বিয়ের পিঁড়িতে মেহজাবীন চৌধুরী

বিয়ের পিঁড়িতে মেহজাবীন চৌধুরী

মেহজাবিন

বিজনেসটুডে২৪ ডেস্ক: দীর্ঘ সাত বছরের প্রেমের গুঞ্জন।  কিন্তু কেউ কখনো এ নিয়ে মুখ খোলেননি। অবশেষে সব গুঞ্জনকে সত্যি করে বিয়ের পিঁড়িতে বসছেন রাজীব-মেহজাবিন । রাজীবের সঙ্গে সম্পর্কের সিলমোহর দিলেন মেহজাবীন! যদিও সেটা চুপিসারে। আজ মেহজাবীন চৌধুরীর বিয়ে।

মেহজাবীনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবর, আজ  মধুমতি মডেল টাউনেবিয়ের আনুষ্ঠানিকতা। কাছের মানুষদের নিয়ে বিয়ের এই আনুষ্ঠানিকতা সারছেন বলে জানা গেছে। তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তারা।

রাজীবের সঙ্গে বিয়ের পিঁড়িতেঅভিনেত্রী মেহজাবীন। ছবি সংগৃহীত

বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত খবর বলছে, আজ (সোমবার) ঢাকার অদূরে একটি রিসোর্টে তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সেখানে দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত থাকবেন শোবিজ অঙ্গনের অনেকেই। বিয়ের সব প্রস্তুতিই ইতোমধ্যে শেষ হয়েছে।

এর আগে রবিবার একই রিসোর্টে সম্পন্ন হয়েছে রাজীব ও মেহজাবিনের গায়ে হলুদের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে ছবি তোলা এবং ভিডিও করা বারণ ছিল। এর জন্য মাইক্রোফোনে ঘোষণাও দেওয়া হয়।

গায়ে হলুদের আগে গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে রাজধানীর এক আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে রাজীব ও মেহজাবিনের আকদ বা আংটি বদলের অনুষ্ঠান হয়। এবার পালা বিয়ের।

তারকা জুটির বিয়ের আমন্ত্রণপত্রে ইংরেজিতে লেখা, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবিন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’