Home বিনোদন ধর্মান্তরিত হননি, বিশেষ আইনেই সোনাক্ষী-জাহির বিয়ে

ধর্মান্তরিত হননি, বিশেষ আইনেই সোনাক্ষী-জাহির বিয়ে

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল

বিজনেসটুডে২৪ ডেস্ক: বলিউডের সবচেয়ে চর্চিত বিয়ের মধ্যে অন্যতম সোনাক্ষী সিনহা  ও জাহির ইকবালের বিয়ে। তারকা দম্পতি গত বছর জুন মাসে সাঁতপাকে বাঁধা পরেন। যদিও এটি ছিল একটি আইনি বিয়ে, তবে তাঁদের বিয়ের পরিপ্রেক্ষিতে একাধিক প্রশ্ন উঠেছিল। সোনাক্ষী ও জ়াহিরের ধর্মীয় পরিচয় নিয়ে একাধিক গুঞ্জন ছড়িয়েছিল, এবং তা নিয়ে তাঁরা এখনও মুখ খোলেননি। কিছু লোকের ধারণা ছিল, সোনাক্ষী কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?

ধর্ম নিয়ে কোনও বিতর্ক নয়
সোনাক্ষী সিনহা জানিয়েছেন, তাঁর বিয়েতে ধর্ম কখনোই কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। সোনাক্ষী বলেন, “আমি এবং জাহির একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি, তাই ধর্ম নিয়ে কখনো আলোচনা হয়নি।” তিনি আরও বলেন, তাঁদের সম্পর্কের মধ্যে ধর্ম কোনও সমস্যা হয়ে দাঁড়ায়নি এবং দুজনেই একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সোনাক্ষী এও জানিয়েছেন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, এবং তাঁদের বিয়ে ‘বিশেষ বিবাহ আইন’-এর অধীনে সম্পন্ন হয়েছে।

তবে, কিছু বিতর্ক এখনও তোলা হয়েছে সোনাক্ষী এবং জাহিরের ধর্মীয় আচরণ নিয়ে। সোনাক্ষী জানিয়েছেন, তিনি সময়মতো জাহিরের সঙ্গে ইসলাম ধর্মের নিয়মে নিয়াজে বসেন, যা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ রীতি। তবে, একইভাবে সোনাক্ষী জাহিরের সঙ্গে দীপাবলির পুজোতেও অংশ নেন। তাঁর মতে, সম্পর্কের ভিত্তি ভালবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা, যা ধর্মের ঊর্ধ্বে।

সোনাক্ষী সিনহার বিয়েতে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়েছিল, বিশেষ করে তাঁর দুই ভাই, লব এবং কুশ-এর মধ্যে, যারা বোনের বিয়েতে উপস্থিত হননি। কিন্তু সোনাক্ষী স্পষ্টভাবে জানিয়ে দেন, তাঁর বিয়ে এবং সম্পর্ক কোনওভাবেই ধর্মীয় অন্তরায় সৃষ্টি করেনি, এবং তা একান্তই ব্যক্তিগত ব্যাপার।