Home Third Lead জুতাপেটা করা সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

জুতাপেটা করা সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

জাহিদ হাসান রাসেল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রাজশাহী: এক রিকশাচালককে জুতাপেটা করা সেই সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। তিনি পবা উপজেলায় নিয়োজিত।

সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিকশাচালককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এ ঘটনা সমাজকল্যাণ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সরকারি কর্মচারী হিসেবে এমন আচরণ শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ। সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

২ ফেব্রুয়ারি দুপুরের ঘটনাটির ভিডিও ২৮ ফেব্রুয়ারি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি রিকশায় চড়ে জাহিদ হাসান বাসার সামনে নামেন এবং ৩০ টাকা ভাড়া দেন। তখন ওই রিকশাচালক তাঁকে বলেন, ‘বলে উঠবেনু’ (ভাড়া ঠিক করে)। এ সময় জাহিদ হাসান বলেন, ‘বলে উঠবোনি, কিন্তু ভাড়া ৩০ টাকার বেশি কেউ চায় না।’ এ সময় রিকশাচালক কিছু একটা বলেন। তখন পেছনে ঘুরে এসে জাহিদ হাসান বলেন, ‘…আরেকবার বলতেছ কেন? আরেকবার বল।’ এরপরই তিনি পায়ের জুতা খুলে রিকশাচালকের মাথায় ও গালে মারতে থাকেন। হতবিহ্বল রিকশাচালক রিকশার ওপরেই বসে থাকেন।

জাহিদ হাসান এ সময় জুতা পরে নিয়ে পাশেই রাখা তাঁর প্রাইভেট কারের দিকে যান। গাড়ির পেছন থেকে লাঠি বের করে রিকশাচালককে মারতে থাকেন। কয়েকটি আঘাত রিকশায় লাগে। এ সময় তিনি বলতে থাকেন, ‘আগা, আগা (চলে যা)।’ তখন রিকশাচালক রিকশা নিয়ে দ্রুত চলে যান।

ঘটনার পর সমালোচনা শুরু হলে জাহিদ হাসান ছুটি নেন এবং পরে নিজের ফেসবুকে দুঃখপ্রকাশ করে লেখেন, ‘আমি অন্যায় করেছি, কিন্তু এত বড় শাস্তি কি আমার পাওনা ছিল?’

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার তদন্তের নির্দেশ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।