Home Third Lead বেসরকারি খাতে এক লাখ ১৯ হাজার টন চাল আমদানির ‍অনুমতি

বেসরকারি খাতে এক লাখ ১৯ হাজার টন চাল আমদানির ‍অনুমতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারি-বেসরকারি উদ্যোগে আমদানি হচ্ছে প্রচুর। খাদ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার বেসরকারি খাতে ৩৮ ব্যবসা প্রতিষ্ঠানের অনুকূলে ১ লাখ ১৯ হাজার টন আমদানির অনুমতি ইস্যূ করেছে। এর মধ্যে রয়েছে ৯২ হাজার টন সিদ্ধ এবং ২৭ হাজার টন আতপ।

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ লুৎফুর রহমান জানিয়েছেন, অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী ৬ এপ্রিলের মধ্যে আমদানিকৃত চাল বাজারজাত করতে হবে বাধ্যতামূলকভাবে। বস্তায় বিক্রি করতে হবে, অন্য কোন প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করে বিক্রি করা যাবে না। অনুমতিপত্রে এসব শর্ত উল্লেখ রয়েছে।

জানা যায়, চট্টগ্রামের দুটিসহ সরাদেশের মোট ৩৮ ব্যবসা প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের তিথী এন্টারপ্রাইজ এবং নতুন চাক্তাইর মেসার্স মক্কা ট্রেডার্সকে এক হাজার টন করে সিদ্ধ চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে। একহাজার টন, ২ হাজার টন, ৩ হাজার টন এবং ৫ হাজার টন করে আমদানির অনুমতি পেয়েছে প্রতিষ্ঠানগুলো। কেবল একটি প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে ১০ হাজার টন আমদানির। এসব আমদানিকারকরা প্রতিবেশি ভারত থেকে স্থলবন্দর পথে চাল নিয়ে আসবেন বলে সংশ্লিষ্ট কয়েকজন জানালেন ।

সরকারি পর্যায়ে আমদানি করা ২৬ হাজার টন চাল নিয়ে একটি পাকিস্তান পতাকাবাহী  জাহাজ আজ মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। পানামা পতাকাবাহী জাহাজ এইচটি ইউনিট কলকাতা থেকে ১১০০০ টন চাল নিয়ে আগামীকাল বুধবার বহির্নোঙরে পৌঁছার কর্মসূচি রয়েছে। এ বছর ৭ লাখ টন চাল আমদানি করার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।  সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানির মাধ্যমে চালের বাজার স্থিতিশীল রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।