Home Second Lead পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আগামী মাসে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন আগামী মাসে

ইসহাক দার। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এপ্রিলের দ্বিতীয়ার্ধে ঢাকায় আসতে পারেন। এই সফরের প্রস্তুতি হিসেবে ঢাকায় অবস্থান করছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি। তিনি বাংলাদেশে পাকিস্তানের সদ্য সাবেক হাইকমিশনার।

২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর। ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার ঢাকায় এসেছিলেন। এরপর গত এক যুগে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব পর্যায়ের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের আমন্ত্রণে ঢাকা সফর করবেন ইসহাক দার।

ঢাকা সফরের আগে কোন কোন বিষয়গুলো অগ্রাধিকার দিয়ে দুদেশ এগিয়ে নেবে, তা নিয়ে আলোচনা করতে দেশটির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ঢাকা সফর করছেন। স্বরাষ্ট্র, সংস্কৃতি, বাণিজ্য ও পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠক করেছেন ইমরান আহমেদ সিদ্দিকি।

 ঢাকার পাকিস্তান হাইকমিশন  এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রগুলো শক্তিশালি ও পর্যালোচনা করতে ঢাকায় সরকারের একাধিক জেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এশিয়া ও প্যাসিফিক বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি। বৈঠকগুলোতে বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি, ভিসা এবং মানুষে মানুষে যোগাযোগসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছে।

৭৩ বছর বয়সী ইসহাক দার ক্ষমতাসীন জোট সরকারের বৃহত্তম শরিক পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) জ্যেষ্ঠ নেতা । দার এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারের অর্থমন্ত্রী ছিলেন। পিএমএলএনের সাবেক চেয়ারম্যান নওয়াজ শরীফের নিকট আত্মীয় তিনি।