Home দিল্লি ট্রেনে অচেনা পুরুষযাত্রীকে চুম্বন আরেক পুরুষের, তারপর যা হলো

ট্রেনে অচেনা পুরুষযাত্রীকে চুম্বন আরেক পুরুষের, তারপর যা হলো

অভিযুক্ত ব্যক্তি। Image Credit source: X

নয়া দিল্লি: ট্রেনেই যৌন হেনস্থা! মহিলা নয়, পুরুষ যাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল আরেক পুরুষ যাত্রীর বিরুদ্ধেই। অভিযোগ, ওই যাত্রী নাকি হঠাৎ চুমু খান সহযাত্রীকে। কেন এমন অসভ্যতা করলেন, তা প্রশ্ন করা হলে বলেন, “ভুল হয়ে গিয়েছে। ছাড়ুন”।

দূরপাল্লার ট্রেনেই যাত্রীর যৌন হেনস্থা। পুণে-হাতিয়া এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছে। নির্মল মিশ্র নামক এক ব্যক্তি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় তিনি সিটে বসে থাকা এক যাত্রীকে দেখান। বলতে শোনা যায়, তিনি যখন ঘুমাচ্ছিলেন, তখন ওই যাত্রী তাঁকে আপত্তিকর ভাব স্পর্শ করেন এবং সরাসরি চুমু খান।

অভিযোগকারী ওই ব্যক্তি বলেন, তিনি প্রশ্ন করেছিলেন যে চুমু কেন খেলেন? জবাবে ওই ব্যক্তি তাঁকে বলেছেন, “ভাল লেগেছে, তাই কিস করেছি”।

তিনি জানান, অভিযুক্তের সঙ্গে থাকা তাঁর স্ত্রীই আড়াল করার এবং গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। গোটা ঘটনার ভিডিয়ো যখন রেকর্ড করছেন, তখন অভিযুক্ত ব্যক্তি সামনেই বসেছিলেন। তাঁকে বলতে শোনা যায়, ভুল হয়েছে। এবার ছেড়ে দাও। অভিযোগকারী সঙ্গে সঙ্গে বলেন, তিনি ছাড়বেন না। এই ঘটনা যদি কোনও মহিলা যাত্রীর সঙ্গে ঘটত, তাহলে সবাই প্রতিবাদ করত, পুলিশে নিয়ে যেত, কিন্তু তিনি যেহেতু পুরুষ, তাই কেউ প্রতিবাদ করছে না।

ওই ব্যক্তির দাবি, তিনি আরপিএফের কাছেও অভিযোগ জানিয়েছিলেন কিন্তু কোনও লাভ হয়নি।