Home কলকাতা সঙ্গিনীর দখল নিতে দুই হাতির লড়াই

সঙ্গিনীর দখল নিতে দুই হাতির লড়াই

বিজনেসটুডে২৪ ডেস্ক: গভীর জঙ্গলে সঙ্গিনীকে দখলের জন্য ৩০ বছর বয়সী এক পুরুষ  হাতির সঙ্গে আরেকটি পুরুষ হাতির লড়াই বাঁধে। দাঁতাল ও মাকনার মধ্যে এই লড়াই। দাঁতালের কাছে হার মানল মাকনা। রবিবার ভোররাত থেকে ধুন্ধুমার লড়াইয়ে  শেষ পর্যন্ত মৃত্যু হয় মাকনা হাতিটির।  ভারতের শিলিগুড়ির বাগডোগরায় এই ঘটনা ঘটে।

কার্শিয়াং বনবিভাগের বাগডোগরা সংরক্ষিত বনাঞ্চলে সেন্ট্রাল ফরেস্ট বস্তির কাছে রবিবার ভোর ৪ টে থেকে লড়াই শুরু হয়। লড়াই করতে করতে ২ টি হাতিই ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সিঙ্গিঝোরা চা বাগানের পিছনে হুরুলিয়া এলাকায় চলে আসে।  বেশ কিছুটা এলাকা জুড়ে হাতির লড়াইয়ে গাছপালা ভেঙে যায়। আকাশ বাতাস কাঁপিয়ে চলতে থাকে চিৎকার।

কাছাকাছি যাবার সাহস দেখাতে পারেননি বনকর্মীরা। প্রায় ঘন্টা দুয়েকের লড়াইয়ে দাঁতের আঘাতে মাকনা হাতিটিকে ক্ষতবিক্ষত করে দেয় দাঁতাল।

মাকনার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝড়তে থাকে।  শেষ পর্যন্ত মাকনা হাতিটি ছুটতে ছুটতে হুরুলিয়া ব্লক থেকে দেড় কিলোমিটার দূরে টিপুখোলা ইকো পার্কের কাছে চলে আসে। মাকনার পিছু নেয় দাঁতালটিও। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে মাকনা হাতিটি।

পরিবেশপ্রেমী সংগঠন নেচার হেল্প অর্গানাইজেশনের সম্পাদক সন্দীপ সরকার বলেন, ‘সঙ্গিনীর জন্য দুই  পুরুষ হাতির মধ্যে বিরোধ বেঁধে যায়। মাকনা দুর্বল ছিল বলেই লড়াইয়ে তাকে হার মানতে হলো।’

কার্শিয়াং বন বিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুটি হাতির মধ্যে জঙ্গলে লড়াই হয়েছে ৷ তাতে একটি পুরুষ দাঁতাল হাতির আক্রমণে ওই মাকনা হাতির মৃত্যু হয়েছে ৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি ওই দাঁতাল হাতিটির উপরেও নজর রাখা হচ্ছে ৷ আশেপাশের এলাকায় বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন ৷ তবে জঙ্গলে এই ধরনের ঘটনা ঘটে থাকে ৷ বুনোদের মধ্যে এই ধরনের লড়াই অনেক সময় এলাকা দখল অথবা সঙ্গীর জন্য হয়ে থাকে বলে জানিয়েছেন।