বিজনেসটুডে২৪ ডেস্ক: বোমাতঙ্কের জেরে মাঝ আকাশ থেকে ফিরে এল মুম্বই থেকে নিউইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমান। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
গভীর রাত ২টা নাগাদ মুম্বই থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি। কিন্তু মাঝপথেই বিমানের মধ্যে বোমা রয়েছে বলে হুমকিবার্তা আসে। আবার অনেকে যদিও দাবি করেছেন, বিমানের শৌচাগারে একটি চিরকুটে বোমা হামলার কথা লেখা ছিল। সেই সময় আজারবাইজানের উপরে ছিল বিমানটি। হুমকির খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এরপরই সকল যাত্রীর নিরাপত্তার স্বার্থে বিমানটিকে ফিরিয়ে মুম্বইয়ে আনা হয়।
সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি । ১৯ জন ক্রু মেম্বার সহ মোট ৩২২ জন যাত্রী ছিলেন বিমানটিতে।
অবতরণের পরই গোটা বিমানে তল্লাশি চালানো হয়। যদিও তল্লাশি চালিয়ে বিমানটিতে বোমা বা অন্যকোনও বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি ।
ঘটনার পরই এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষের তরফে বিবৃতি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, আগামীকাল ভোর ৫টা নাগাদ ফের নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবে বিমানটি। ততক্ষণ পর্যন্ত সমস্ত যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য সবরকম সাহায্য করা হবে বিমান সংস্থাটির তরফেই।