Home বিনোদন হলিউড তারকার কাছে কুমারীত্ব বিক্রি, কত টাকায় জানেন?

হলিউড তারকার কাছে কুমারীত্ব বিক্রি, কত টাকায় জানেন?

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: ব্রিটেনের ম্যানচেস্টারের লরা নামে এক ২২ বছর বয়সী ছাত্রী নিজের ভার্জিনিটি বা কুমারীত্ব বিক্রি করলেন। কত টাকায় জানেন?  প্রায় ১.৭ মিলিয়ন পাউন্ড বা ১৮ কোটি টাকায় বিক্রি করলেন ভার্জিনিটি।

ছবি সংগৃহীত

একটি এসকর্ট এজেন্সির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন তিনি নিলাম করেছেন নিজের কুমারীত্ব। জানা গিয়েছে বেশ কিছু রাজনীতিবিদ, ব্যবসায়ী জগতের নেতা এবং সেলিব্রিটি-সহ হাই-প্রোফাইল ব্যক্তিত্বরা তাঁর কুমারীত্ব কিনতে চেয়ে দরপত্র দিয়েছিলেন। শেষ পর্যন্ত সর্বোচ্চ দর দিয়ে লরার কুমারীত্ব কিনেছেন এক হলিউড তারকা।

ছবি সংগৃহীত

লরা বড় হয়েছেন এক অত্যন্ত ধার্মিক পরিবারে, রক্ষণশীল পরিবেশে। তা সত্ত্বেও কুমারীত্ব নিলাম করা নিয়ে তার মনে কোনও অনুশোচনা নেই। তিনি জানিয়েছেন এর ফলে তাঁর আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হয়েছে। বহু মহিলাই কোনও আর্থিক বা মানসিক সুবিধা ছাড়াই তাঁদের কুমারীত্ব হারান। তার বদলে কুমারীত্ব নিলাম করার সিদ্ধান্ত আর্থিক স্বাধীনতা অর্জনের এক কৌশলগত পদক্ষেপ।

তিনি বলেছেন, ‘আমার এতে কোনও অনুশোচনা নেই। অনেক মেয়েই বিনিময়ে কিছু না পেয়ে তাদের কুমারীত্ব হারায়। আমি অন্তত আমার ভবিষ্যত সুরক্ষিত করেছি।’ হলিউড সেলিব্রিটির সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর, তাঁর কুমারীত্ব নিশ্চিত করার জন্য ক্রেতার উপস্থিতিতে লরাকে একটি মেডিকেল পরীক্ষা দিতে হয়েছে। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতা এবং গোপনীয়তার সঙ্গে করা হয়েছে।

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বিবাহের ক্ষেত্রে কুমারীত্বকে প্রায়শই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনা করা হয়। তবে পশ্চিমী সমাজে, একাংশের মহিলারা একে তাঁদের সম্পদ হিসাবে দেখতে শুরু করেছেন। লরার ঘটনা এই সিদ্ধান্ত কুমারীত্বের বাণিজ্যিকীকরণ এবং সামাজিক মনোভাবের পরিবর্তন নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে ঐতিহ্য অন্যদিকে আধুনিক মূল্যবোধ এবং অর্থনৈতিক বাস্তবতার জটিলতাকে তুলে ধরেছে।

কুমারীত্ব বিক্রির পর লরা এখন একজন ‘সুগার ড্যাডি’-র খোঁজে রয়েছেন। একজন ধনী সঙ্গী যিনি তাঁকে আর্থিকভাবে সাহায্য করতে পারবেন এবং তার বিনিময়ে ওই ব্যক্তিকে তিনি প্রেম বা যৌনতা দেবেন। লরা বলেছেন, ‘আমি নিজেকে জীবনের জন্য প্রস্তুত করেছি। অর্থের চিন্তা না করে আমার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করতে চাই।’

সূত্র: আইরিশ মিরর