Home দিল্লি যজ্ঞের নামে ভাইয়ের স্ত্রীর সাথে যা করলেন তান্ত্রিক

যজ্ঞের নামে ভাইয়ের স্ত্রীর সাথে যা করলেন তান্ত্রিক

বিজনেসটুডে২৪ ডেস্ক: আপন কাকাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ভারতের সুরাটে এক তান্ত্রিককে আজ বুধবার গ্রেপ্তার করল পুলিশ। ধর্মীয় অনুষ্ঠানের অজুহাতে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত তান্ত্রিকের বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, দ্রুত পরিবারে শান্তি ফিরবে এবং তাঁদের ভাগ্যের উন্নতির কথা জানিয়ে বিশেষ যজ্ঞের আয়োজন করে তান্ত্রিক। সেই সুযোগেই এমন কাণ্ড ঘটিয়ে বসে। সুরাট পুলিশ জানিয়েছে ইতিমধ্যে তান্ত্রিককে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও গ্রামবাসীরা অভিযুক্তকে ধাওয়া করে ধরে ফেলেন। এরপর বেধড়ক মারধর করে ভরতের মাথা ন্যাড়া করে দেওয়া হয় ।

 

গৃহবধূকে মার, অর্ধনগ্ন করে বাইকে বেঁধে ঘোরানো হল রাস্তায়! গুজরাতে হইচই

দিনকয়েক আগে গুজরাতের সুরাটে তাঁর কাকার ছেলের বাড়িতে গিয়েছিল ভরত। জানতে পারেন তাঁদের পরিবারে অনেক সমস্যা চলছে। এরপরই দ্রুত পরিস্থিতি থেকে মুক্তি পেতে ভাইকে বিশেষ যজ্ঞের কথা বলে সে। জানায় ভাগ্য বদলাতে এই কাজ করতেই হবে তাঁদের।

যদিও দাদার কথায় ভাই রাজি হতেই বাধে বিপত্তি। যজ্ঞের নামে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ করে চম্পট দেয় সে। যদিও বিষয়টি জানাজানি হতে বেশি সময় লাগেনি গ্রামবাসীদের। ভণ্ড তান্ত্রিকের পালানোর কথা শুনে ধাওয়া করতেই ধরা পড়ে যায় সে। এরপর মারধর করে মাথা ন্যাড়া করে পরে পুলিশের হাতে তান্ত্রিককে তুলে দেওয়া হয় । তান্ত্রিকের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গত সোমবার সকালেই গুজরাতের আদিবাসী অধ্যুষিত পানেজ গ্রামে একটি শিশু কন্যাকে তার মায়ের সামনে থেকেই অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে লালা তড়বি নামের ওই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে। এরপর কুড়ুল দিয়ে গলায় কুপিয়ে নির্মমভাবে খুন করা হয় ৫ বছর বয়সি মেয়েটিকে। এরপর শিশুটির গলা কেটে রক্ত সংগ্রহ করে এবং সেই রক্ত নিজের বাড়ির একটি ছোট মন্দিরের সিঁড়িতে নিবেদন করে লালা। ঘটনার আটচল্লিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার সুরাটের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, ভরত নামে অভিযুক্ত গ্রামের মানুষের কাছে তান্ত্রিক হিসেবে বেশি পরিচিত ছিল। আচমকা কেন সে এমন কাণ্ড ঘটাল তা জানার চেষ্টা করছে পুলিশ।