Home সারাদেশ স্কুলছাত্রীকে ঘর থেকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টা

স্কুলছাত্রীকে ঘর থেকে অপহরণ ও শ্লীলতাহানির চেষ্টা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, পাবনা: চাটমোহরে নবম শ্রেণীর ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার অভিযোগে দু’জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। আসামিদের একজন ছাত্রদল নেতা।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে দশটার দিকে এই মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৮। আসামি দুইজন হলেন, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন তজুর ছেলে রতন হোসেন (২৫) এবং তার সহযোগী একই গ্রামের মহসিন হোসেনের ছেলে মামুন হোসেন (১৮)।

হরিপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী জানান, ‘দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুন সহ বখাটেরা বিরক্ত করতো। নানারকম কুপ্রস্তাব দিতো, কিন্তু আমি তাতে সাড়া দেই নাই। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এলাকায় সবাই যখন তারাবী নামাজ পড়ছিলেন, আমার আব্বা বাজারে ছিল। তখন তিন-চারটি মোটরসাইকেলে কয়েকজন লোক আমাদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় দরজা খুলতে অপারগতা প্রকাশ করায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।’
এ বিষয়ে হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেন বলেন, ‘অভিযুক্ত রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই দোষী ব্যক্তির শাস্তি হোক।’