
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে একটি বিশেষ বিমানে চেপে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন । এ সময় তাদের স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।
আজ তারা উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও আন্তোনিও গুতেরেস কক্সবাজারে অবস্থানরত প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেবেন।
কক্সবাজার সফর শেষে আজই ঢাকায় ফিরে যাবেন ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।