বিজনেসটুডে২৪ ডেস্ক: বিশ্ববাজারে আজ শুক্রবার প্রথমবারের মত সোনার দাম ছাড়িয়ে গেল ৩ হাজার মার্কিন ডলার প্রতি আউন্স। স্পট মার্কেটে রেকর্ড সর্বোচ্চ ৩ হাজার ৪ দশমিক ৮৬ ডলার স্পর্শ করার পর বর্তমানে তা অবস্থান করছে ২৯৯৭ দশমিক ৭৫ ডলারে।
আন্তর্জাতিক ক্ষেত্রে বিরাজমান অনিশ্চয়তার জেরে তরতরিয়ে বাড়ছে হলুদ ধাতুর দর। শুক্রবার সোনার দাম আন্তর্জাতিক বাজারে বিপুল উচ্চতা স্পর্শ করল। মার্কিন শুল্ক নিয়ে অনিশ্চয়তা বাড়ায় এমন ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে । পাশাপাশি, বাণিজ্য নিয়ে উত্তেজনায় আগামী দিনে আন্তর্জাতিক বাজারে মন্দার আশঙ্কা তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। এমন পরিস্থিতিতে আগামী দিনে মার্কিন ফেডারেল রিজার্ভ পলিসি রেট কমাতে পারে বলে অনুমান করছেন বিশ্লেষকদের একাংশ।
বিশেষজ্ঞদের মতে, অনিশ্চয়তা যত বাড়বে ততই ঊর্ধ্বগামী হবে সোনার দাম। ইউরোপের ওপর নতুন করে শুল্ক হুমকির পর বিশ্ব বাজারে স্বর্ণের দাম বৃহস্পতিবার বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ হয়। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন-শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে যে হারে দাম বাড়ছে, এতে যে কোনো সময় প্রতি আউন্স সোনার দাম আরও বেড়ে যেতে পারে। আর বিশ্ববাজারে দাম বাড়লে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম সমন্বয় করা হতে পারে।
সোনার দাম হ্রাস/বৃদ্ধির পিছনে বহু কারণ থাকে। মূল্যবৃদ্ধি, সুদের হার, দেশের সোনার বাজার, সরকারি মজুত, আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি, ডলারের প্রেক্ষিতে টাকার মূল্যের মতো বিষয়ে উপর সোনার দাম নির্ভর করে। ২৪ ক্যারাট সোনায় ৯৯.৯% সোনা থাকে। এদিকে ২২ ক্যারাট সোনায় ৯১.৭% সোনা থাকে। গয়না তৈরি হয় ২২ ক্যারাট সোনা দিয়েই। কিন্তু কেন? কারণ সোনা অত্যন্ত নরম ধাতু। ২৪ ক্যারাট সোনা দিয়ে তাই গয়নার সূক্ষ কাজ করা অসম্ভব। তাই সোনাকে একটু কঠিন করতে সামান্য পরিমাণে অন্য ধাতু মেশানো হয়।
দেশের বাজারে দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সে হিসেবে সবশেষ গত ৮ মার্চ দেশের বাজারে দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরির দাম ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৩ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১ হাজার ৬৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে গত ৯ মার্চ থেকে।