Home আন্তর্জাতিক মহাকাশচারী সুনীতা উইলিয়মসরা পৃথিবীতে ফিরছেন বুধবার

মহাকাশচারী সুনীতা উইলিয়মসরা পৃথিবীতে ফিরছেন বুধবার

সুনীতা উইলিয়ামস ও ও বুচ উইলমোর

বিজনেসটুডে২৪ ডেস্ক: দীর্ঘ ৯ মাস ধরে আন্তর্জাতিক স্পেস স্টেশন আটকে থাকা মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফেরাতে  রওনা দিল স্পেসএক্স-এর ক্রু -১০।

মহাকাশযানটিতে রয়েছেন চার মহাকাশচারী। তাঁরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে ক্রু-১৯ অভিযানে যুক্ত মহাকাশচারীদের দায়িত্ব থেকে অব্যাহতি দেবেন। সেই ক্রু-৯ মহাকাশচারীদের সঙ্গেই পৃথিবীতে ফিরে আসবেন সুনীতা এবং ব্যারি।

চলতি সপ্তাহের গোড়াতেই মহাকাশযানটির রওনা দেওয়ার কথা থাকলেও প্রযুক্তিগত ত্রুটির কারণে সেই অভিযান পিছিয়ে যায়। অবশেষে শনিবার সকালে রওনা দিল উদ্ধারকারী মহাকাশযানটি। মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেওয়া চারজন মহাকাশচারী হলেন, অ্যান ম্যাকক্লেইন এবং নিকোল আয়ার্স, জ্যাকসা (জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি) তাকুয়া ওনিশি এবং রসকসমস মহাকাশচারী কিরিল পেসকভ।

ক্রু-৯ অভিযানে যাঁরা মহাকাশে গিয়েছিলেন, সেই নিক, অলেকজান্ডার এবং বোয়িং স্টারলাইনার-এর মহাকাশযানে চেপে মহাকাশে পৌঁছনো সুনীতা ও ব্যারি আগামী বুধবার (১৯ মার্চ) আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরতে পারেন  বলে আশা করা হচ্ছে।

গত বছর জুন মাসে আট দিনের অভিযানে মহাকাশে রওনা দিয়েছিলেন সুনীতা এবং ব্যারি। কিন্তু গোড়া থেকেই তাঁদের অভিযান ঘিরে নানা বিপত্তি দেখা দেয়। যান্ত্রিক গোলযোগের জেরে অভিযান পিছিয়ে যায়। উড়ানের পর মহাকাশযান থেকে তরল চুঁইয়ে পড়ার খবর আসে।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশযানটিকে নোঙর করানো গেলেও, ত্রুটি-বিচ্যুতি এড়ানো যায়নি। তাই ত্রুটিপূর্ণ মহাকাশযানে চাপিয়ে সুনীতা এবং ব্যারিকে ফেরানোর ঝুঁকি নেয়নি নাসা। মহাকাশযানটিকে পৃথক ভাবে ফিরিয়ে আনা হয় পৃথিবীতে। কিন্তু সুনীতা এবং ব্যারি বুচ উইলমোর আটকে থাকেন মহাকাশে। তারপর থেকেই সুনীতা উইলিয়ামস এবং ব্যারিকে পৃথিবীতে ফেরানোর উদ্যোগ চলছিল। শেষ পর্যন্ত শনিবার তাঁদের ফেরানোর জন্য রওনা দিল মহাকাশযান।