Home Second Lead রাউজানে সৌদি প্রবাসী যুবদল কর্মি খুন

রাউজানে সৌদি প্রবাসী যুবদল কর্মি খুন

কমর উদ্দিন টিটু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, চট্টগ্রাম: সৌদি আরব প্রবাসী যুবদল কর্মি কমর উদ্দিন টিটু। রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের বাসিন্দা। মাস তিনেক পূর্বে ছুটিতে এসেছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে আমিরহাট বাজারে তিনি খুন হয়েছেন। অভিযোগ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ঘটনার কয়েক ঘণ্টা আগে  কমর উদ্দিন তার ফেসবুকে একটি স্ট্যাটাসে কয়েকজনের নাম উল্লেখ করে মাটি কাটা, তাদের অপকর্ম ও দালাল শব্দ উল্লেখ করেন। স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। ক্ষিপ্ত হয়ে তাকে মারতে শুরু করেন প্রতিপক্ষের নেতাকর্মীরা। পরে রাতেই হাসপাতালে তার মৃত্যু ঘটে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কমর উদ্দিন টিটু হলদিয়া ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তিনি স্থানীয় যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদারের অনুসারী ছিলেন। গত শুক্রবার ওই ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়। সেখানে তিনি স্থানীয় বাজারে ইফতার মাহফিল ও মাটিকাটা নিয়ে সমালোচনা করেন।

এ বিষয়ে জামাল উদ্দিন তালুকদার বলেন, উপজেলা বিএনপি’র সদস্য মহিউদ্দিন জীবন ও তার অনুসারীরা যুবদল কর্মী কমরকে পিটিয়ে হত্যা করেছে। টিটুকে ছুরিকাঘাত ও মাথায় আঘাত করে মারা হয় বলে তিনি অভিযোগ করেন।

তবে অভিযুক্ত উপজেলা বিএনপি’র সদস্য ও হলদিয়া ইউনিয়নের বাসিন্দা মহিউদ্দিন বলেন,  আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। শুক্রবার (১৪ মার্চ)  আমি রাউজান উপজেলা সদরে দলীয় ইফতার মাহফিলে ছিলাম। যে ছেলেটি মারা গেছে সে নেশা করতো। শুনেছি আগের রাতে তাদের মধ্যে ঝামেলা হয়েছিল।