বিজনেসটুডে২৪ ডেস্ক: ঘটনাস্থল ভারতের উত্তর প্রদেশের মিরাট। আচমকা একব্যক্তি ঢুকলেন চিকিৎসকের চেম্বারে। কিছু বুঝে ওঠার আগেই তিনি চিকিৎসকের যৌনাঙ্গে ধারাল অস্ত্রের কোপ বসালেন। কেন এই ঘটনা?
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এক মহিলা রোগীর সঙ্গে অশালীন আচরণ করছিলেন ওই চিকিৎসক। প্রেমের প্রস্তাব দিয়ে যৌন সম্পর্ক স্থাপনের জন্যে জোরাজুরি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। চেম্বারের মধ্যে মহিলা রোগীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতেও চেয়েছিলেন। বিষয়টি ঘিরে স্বামীর কাছে অভিযোগ জানান ওই মহিলা।
এরপর আচমকা একদিন চিকিৎসকের চেম্বারে হামলা চালান মহিলার স্বামী ও দেওররা। চেম্বারে জিনিসপত্র ভাঙচুর করে, চিকিৎসককে মারধর করেন। হামলার মাঝে ধারাল ছুরি দিয়ে চিকিৎসকের যৌনাঙ্গে কোপ বসান যুবক। সঙ্গে সঙ্গে পালিয়েও যান। রক্তাক্ত অবস্থায় চিকিৎসককে উদ্ধার করে, প্রাথমিক চিকিৎসার পর দ্রুত দিল্লির এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ জানিয়েছে, চিকিৎসক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত জারি রয়েছে।