বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জামায়াত ইসলামীরমোহাম্মদ তারেক চৌধুরীর (৩৪) নামে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়। বিষয়টি নিয়ে গত ১৩ মার্চ একটি ফেসবুক পোস্ট করে বিএনপি সমর্থিত হৃদয় (১৮) নামের এক ব্যক্তি। তা নিয়ে ১৬ মার্চ প্রথমে দুই পক্ষের মধ্যে মারামারি হয়।
এই মারামারির মীমাংসার জন্য গতকাল সন্ধ্যা সাতটায় বৈঠক বসে লক্ষ্মীপুর গ্রামে। সেই বৈঠকে উভয়পক্ষের ৩০০-৪০০ জন মানুষ জড়ো হয়। সেখানে মীমাংসার পরিবর্তে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে।
জানা যায় মারামারিতে জামায়াতের ৮ জন আহত হয়। তাদের ১জনকে কুমিল্লা সদর হাসপাতালে, ৩ জনকে ফেনী হাসপাতালে এবং ৪ চারজন স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিএনপি’র ৫ জন আহত হয়েছে। অভিযোগ করা হয়েছে, বিএনপির আহতদেরকে জামাতের কর্মীরা বাড়িতে অবরুদ্ধ করে রাখে, যাতে তারা বাড়ি থেকে বের হয়ে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে না পারে। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল গিয়ে আহতদের উদ্ধার করে। এর মধ্যে ১ জনকে চৌদ্দগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ৪ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
সংঘর্ষের সময় জামায়াতের কর্মীরা বিএনপির কর্মীদের প্রায় ৩০-৩৫ টি বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করেন বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন বলেন, ৫ বছর আগের একটি ঘটনা ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটি দলীয় আইডি থেকে পোস্ট করে। এই পোস্টটি শেয়ার দেয়াকে কেন্দ্র করে একই গ্রামের পাশাপাশি দুইটি পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এটি বিচ্ছিন্ন একটি পরিবারকেন্দ্রিক ঘটনা। এটাকে রাজনৈতিক রুপদান দুঃখজনক।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে কোনো পক্ষই থানায় কোন অভিযোগ দায়ের করে নাই।