বিজনেসটুডে২৪ ডেস্ক: স্থান বৃদ্ধাশ্রম। সেখানে দেখা, সেখানে প্রেম। ৬৬ বছরের বৃদ্ধ সাতপাকে বাঁধা পড়লেন ৫৭ বছরের বৃদ্ধার সাথে। মেহেন্দি থেকে সঙ্গীত সব হয়েছে তাঁদের বিয়েতে। বৃদ্ধাশ্রমের প্রত্যেকেই মেতে উঠেছিলেন তাঁদের বিয়েতে।
শেষ বয়সে এসে তাঁদের এই কীর্তি নজর কেড়েছে সকলের। বয়সকালে দুজনেরই ঠাই হয়েছিল ভারতের উত্তরপ্রদেশের এক বৃদ্ধাশ্রমে। ছয় মাস আগে সেখানেই তাঁদের প্রথম দেখা। এরপরেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়ে ফেলেন দুজনেই। এরপরে তাঁরা বিয়ে করবেন বলে ঠিক করেন।
বিয়ের ইচ্ছে প্রকাশ করে মুন্নালাল বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষকে একটি চিঠিও দেন। এরপরেই ভরা বৃদ্ধাশ্রমে ধূমধাম করে বিয়ে হয় তাঁদের। বিয়েতে উপস্থিত ছিল প্রায় ৩৬৫ জন।
জানা গিয়েছে, ৯০ বছরের মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে থাকতেন ওই ব্যক্তি। তাঁর মায়ের উপস্থিতিতেই গোটা বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। অন্যদিকে, স্বামী হারা প্রমিলাকে তাঁর সন্তানরা তাড়িয়ে দিয়েছিলেন। সব হারিয়ে এই আশ্রমই একমাত্র আশ্রয় হয়ে উঠেছিল তাঁর।