Home Third Lead বিশ্বসেরা দশ ধনকুবেরের তালিকায় শীর্ষে ইলন মাস্ক

বিশ্বসেরা দশ ধনকুবেরের তালিকায় শীর্ষে ইলন মাস্ক

ইলন মাস্ক। ছবি সংগৃহীত

শীর্ষ দশ থেকে ছিটকে মুকেশ আম্বানি

বিজনেসটুডে২৪ ডেস্ক:ফোর্বস ২০২৫ সালের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। ৯০২ জন ধনকুবের নিয়ে সবার শীর্ষে রয়েছে আমেরিকা। এক বছরে  বিশ্বে ধনকুবেরের সংখ্যা বেড়ছে।

বিশ্বের প্রথম ১০ ধনী ব্যক্তির তালিকা থেকে ছিটকে গেলেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি। ৯০২ জন ধনী ব্যক্তিদের ভারত থেকে রয়েছে ২০৫ জন বিলিয়নেয়ার। ৩৪২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে শীর্ষে রয়েছেন এলন মাস্ক।

প্রতিবছর ফোর্বস বিশ্বের ধনকুবেরদের তালিকা প্রকাশ করে। এবছরও বিশ্বের ধনী ব্যক্তিদের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে । এবছর  শীর্ষ ১০ জন ধনী ব্যক্তির তালিকা থেকে ছিটকে গেলেন ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। গত বছর ১১৬ বিলিয়ন ডলার সম্পদের অধিকারী ছিলেন আম্বানি। এবছর তাঁর মোট সম্পদের পরিমাণ অনেকটাই কমেছে। মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯২.৫ ডলার।

ছবি সংগৃহীত

২০২৫ সালের তালিকায় ধনকুবেরদের সংখ্যা গত বছরের থেকে অনেকটাই বেড়েছে। এবছর প্রায় ৩ হাজার ২৮ জন ধনবান ব্যক্তি তালিকায় রয়েছেন। যা গত বছরের তুলনায় প্রায় ২৪৭ জন বেশি। যাঁদের সম্পদের পরিমাণ ১৬.১ ট্রিলিয়ন ডলার।

২০২৪ সালের তুলনায় প্রায় ২ ট্রিলিয়ন ডলার বেশি। ৯০২ জন ধনকুবের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। তারপর চিন ৫১৬ জন এবং ভারতের ২০৫ জন।

২০২৫-এর ৭ মার্চ শেয়ারের দাম এবং বিনিময়ের হার ব্যবহার করে তালিকা তৈরি করা হয়েছে।   মুকেশ আম্বানি গত বছর দশম স্থানে থাকলেও এবছর ৯২.৫ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার ১৮তম স্থানে রয়েছেন। তালিকার পরবর্তী ভারতীয় হলেন আদানি গ্রুপের চেয়ানম্যান গৌতম আদানি। ৫৬.৩ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তিনি ২৮ তম স্থানে রয়েছেন। ভারতের সবচেয়ে ধনী মহিলা হলেন সাবিত্রী জিন্দাল। তালিকার ৫৬তম স্থানে আছেন তিনি। ওপি জিন্দাল গ্রুপের মোট সম্পদের পরিমাণ ৩৫.৫ বিলিয়ন ডলার। বিশ্বের ধনী মহিলাদের মধ্যে সাবিত্রী জিন্দাল ষষ্ঠ।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির শিরোপা আবারও পেলেন ইলন মাস্ক। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার। ইলন এবছর LVMH-এর বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে গেছেন। আর্নল্ট এবছর পঞ্চম স্থানে নেমে এসেছেন। ২০১৭ সালের পর এটার তাঁর সর্বনিম্ন র‍্যাঙ্কিং। মেটার মার্ক জুকারবার্গ রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর মোট সম্পদের পরিমাণ ২১৬ বিলিয়ন ডলার। মার্ক অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছাড়িয়ে গেছেন।  জেফ বেজোস তৃতীয় স্থানে রয়েছেন এবং চতুর্থ স্থানে রয়েছেন ওরাকলের ল্যারি এলিসন।

Top 25 richest people in the world, per Forbes

  1. Elon Musk, 53: $342 billion – Tesla – United States
  2. Mark Zuckerberg, 40: $216 billion – Meta – United States
  3. Jeff Bezos, 61: $215 billion – Amazon – United States
  4. Lawrence Ellison, 80: $192 billion – Oracle – United States
  5. Bernard Arnault, 76: $178 billion – LVMH – France
  6. Warren Buffett, 94: $154 billion – Berkshire Hathaway – United States
  7. Lawrence Page, 52: $144 billion – Alphabet – United States
  8. Sergey Brin, 51: $138 billion – Alphabet – United States
  9. Amancio Ortega, 89: $124 billion – Zara – Spain
  10. Steven Ballmer, 69: $118 billion – Microsoft – United States
  11. Samuel Robson Walton, 80: $110- Walmart – United States
  12. Jim Walton, 76: $109 billion – Walmart – United States
  13. Bill Gates, 69: $108 billion – Microsoft – United States
  14. Michael Bloomberg, 83: $105 billion – Bloomberg – United States
  15. Alice Walton, 75: $101 billion – Walmart – United States
  16. Jensen Huang, 62: $98.7 billion – Nvidia – United States
  17. Michael Dell, 60: $97.7 billion – Dell Technologies – United States
  18. Mukesh Ambani, 67: $92.5 billion – Reliance Industries – India
  19. Carlos Slim Helu, 85: $82.5 billion – Telecom – Mexico
  20. Francoise Bettencourt Meyers, 71: $81.6 billion – L’Oreal – France
  21. Julia Koch, 62: $74.2 billion – Koch – United States
  22. Charles Koch, 89: $67.5 billion – Koch – United States
  23. Zhang Yiming, 41: $65.5 billion – TikTok – Singapore
  24. Changpeng Zhao, 48: $62.9 billion – Cryptocurrency exchange – United Arab Emirates
  25. Jeff Yass, 66: $59 billion – Trading and investments – United States