Home রাজনীতি থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি ২ যুবদল নেতার

থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি ২ যুবদল নেতার

যুবদল থেকে বহিষ্কৃত জীবন ও শফিক।

বিজেনসটুডে২৪ প্রতিনিধি, মানিকগঞ্জ:  সিঙ্গাইরে ‘মদ্যপ অবস্থায়’ থানায় ঢুকে পুলিশ সদস্যকে গালিগালাজ করার অভিযোগে  যুবদলের সেই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃত দুই নেতা হলেন সিঙ্গাইর পৌর যুবদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম সরকার (জীবন) ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুমোদন করেছেন।