বিজনেসটেুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ১৭ টি অফডকে ধারণক্ষমতার অর্ধেকের বেশি জুড়ে রয়েছে কেবল খালি কন্টেইনার। নিয়মিত শিপমেন্ট না হওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে। বন্দর কর্তৃপক্ষ এসব কন্টেইনার শিপমেন্ট জোরদার করার উদ্যোগ নিয়েছে।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অফডকে বিপুল সংখ্যক খালি কন্টেইনার জমে যাওয়ার বিষয়ে তারা অবগত। বন্দরের ভিতরে থাকা খালি কন্টেনারের একইসঙ্গে এগুলোও শিপমেন্ট করা হবে। এতদিন যে শিপমেন্ট হয়নি তা নয়, তবে এখন অধিক সংখ্যায় হবে। সেই ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো এসোসিয়েশন ( বিকডা ) চেয়ারম্যান নুরুল কাইয়ূম খান বিজনেসটুডে ২৪ প্রতিনিধিকে জানান, ১৭ অফডকের ধারণক্ষমতা ৭৭,৭০০টিইউস।এর বিপরীতে ৪০ হাজারের অধিক রয়েছে কেবল খালি কন্টেইনার।
জানান, ১৭ অফডকে প্রায় ৬৪ হাজার টিইউস কন্টেইনার রয়েছে। খালি কন্টেইনার সরিয়ে নেয়া এবং আমদানি পণ্য ডেলিভারি নেয়া আবশ্যক। তবেই বন্দর পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে। অফডকগুলো অচল হয়ে গেলে বন্দরে আবারও সংকটজনক অবস্থা তৈরি হবে।
এক শিপিং কোম্পানির শীর্ষ নির্বাহি জানান, ধারণক্ষমতা না থাকায় ইতিমধ্যে কয়েকটি অফডক রপ্তানি পণ্য নিতে পারছে না। বাইরে ট্রাক দাঁড়িয়ে আছে।
বৃহত্তম অফডক পোর্টলিংক-এ ৭৬০০ টিইউস ধারণক্ষমতার বিপরীতে সাড়ে ৬ হাজার টিইউস কন্টেনার। কেডিএস ডিপো কানায় কানায় ভর্তি। সবগুলোর কমবেশি একই অবস্থা।