আগামী সপ্তাহে সৌদি আরব সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদির যুবরাজের আমন্ত্রণেই তাঁর এই সফর। ঘটনাচক্রে, কয়েক দিন আগেই মোদী সরকারের হস্তক্ষেপে ভারতীয়দের হজযাত্রা সংক্রান্ত জটিলতা কেটেছে।
দু’দিনের সফরে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদির প্রধানমন্ত্রী তথা সে দেশের যুবরাজ মুহাম্মদ বিন সলমনের আমন্ত্রণে আগামী ২২-২৩ এপ্রিল সেখানে যাচ্ছেন তিনি। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয় বার সৌদিতে যাচ্ছেন মোদী। এর আগে ২০১৬ সালে এবং ২০১৯ সালে সে দেশে গিয়েছিলেন তিনি।
বস্তুত, কয়েক দিন আগেই মক্কায় ভারতীয়দের হজযাত্রা সংক্রান্ত বিষয়ে জটিলতা কেটেছে। হজযাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ করেছে সৌদি প্রশাসন। তবে গত সপ্তাহেই তারা সিদ্ধান্ত নিয়েছে, আরও ১০ হাজার ভারতীয় যেতে পারবেন হজযাত্রায়। গত মঙ্গলবার কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে সৌদি আরবের সঙ্গে কথা বলেছে। এর পরেই হজ পোর্টাল খোলার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। ঘটনাচক্রে এই জটিলতা কাটতে না কাটতেই বিদেশ মন্ত্রক থেকে জানানো হল, সৌদির যুবরাজ তথা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দু’দিনের সফরে সে দেশে যাচ্ছেন মোদী।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন সৌদির যুবরাজ। ওই সময়েই ভারত এবং সৌদি আরবের কৌশলগত অংশীদারি পরিষদ (স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কাউন্সিল)-এর প্রথম বৈঠক হয়েছিল। ওই বৈঠকের প্রায় দেড় বছর পরে প্রধানমন্ত্রী মোদীর সৌদিযাত্রা এই সফরের গুরুত্বকে আরও বৃদ্ধি করেছে। আগামী সপ্তাহে মোদীর সৌদি সফরে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা