বিজনেসটুডে২৪ ডেস্ক: মেক্সিকোর সংবাদমাধ্যম এনপ্লাসকে এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস জানিয়েছিলেন যে মৃত্যুর আগেই ক্যাথলিক ধর্মীয় গুরুর দাফন বিষয়ক আচার-অনুষ্ঠানগুলোকে সহজ করতে চান তিনি।
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ বুধবারের মধ্যে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি।
তবে সিদ্ধান্তটি যদি আরও আগে নেওয়া হয়, সেক্ষেত্রে সাধারণ মানুষজন আগেই শ্রদ্ধা নিবেদনের অনুমতি পেতে পারে বলে জানিয়েছে ভ্যাটিকান।
এদিকে পোপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অসংখ্য মানুষ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আসতে শুরু করেছেন।
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর যুক্তরাজ্যের রাজা চার্লস এক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি বলেছেন, “পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর পেয়ে আমি এবং আমার স্ত্রী অত্যন্ত দুঃখিত। তবে, পোপ চার্চ ও বিশ্বের সাথে ইস্টারের শুভেচ্ছা বিনিময় করতে পেরেছিলেন এ কথা জেনে আমাদের ভারাক্রান্ত হৃদয় কিছুটা হালকা হয়েছে।”
“চার্চের ঐক্য রক্ষা এবং সকল বিশ্বাসী মানুষের প্রতি তার প্রতিশ্রুতি এবং অন্যদের কল্যাণের জন্য কাজ করার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”
শোকবার্তায় রাজা বলেছেন, “রানী এবং আমি বছরের পর বছর ধরে পরম পবিত্রতার সাথে আমাদের সাক্ষাতের কথা বিশেষভাবে স্মরণ করি এবং মাসের শুরুতে তার সাথে দেখা করতে পেরে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলাম।”
“যেই চার্চে তিনি সেবা দিয়েছেন সেই চার্চেের অগণিত মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং গভীর সহানুভূতি জানাই” শোকবার্তায় বলেছেন রাজা চার্লস।