বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ঈদের নামাজশেষে কোলাকুলির সেই চিরাচরিত দৃশ্য এবারে ছিল না। ঈদের জামাত হয়েছে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে মসজিদে্।
সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদের জামাত। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, শাহ আমানত দরগাহ জামে মসজিদ, মিসকিন শাহ মসজিদ, কদম মোবারক জামে মসজিদসহ নগরীর প্রতিটি এলাকায় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অন্যান্য বছর নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রচুর মুসল্লি জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নিতেন। মসজিদের সামনে বিশাল মাঠজুড়ে তৈরি করা হতো প্যান্ডেল। এবার বাইরে নামাজ আদায়ের সুযোগ ছিল না। তাই জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদের ভেতরে। মুসল্লির সংখ্যাও ছিল তুলনামূলক অনেক কম।
ঈদের জামাতে অংশ নিতে সকাল ৭টার আগে থেকেই জায়নামাজ হাতে আর মুখে মাস্ক পরে মসজিদে হাজির হন মুসল্লিরা। সামাজিক দূরত্ব বজায় রেখেই নামাজ আদায় করেন তারা। ইমামতি করেন মসজিদের খতিব ক্বারী সাইয়েদ মাওলানা আবু তালেব।
সকাল পৌনে ৯টায় একই স্থানে দ্বিতীয় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আহমেদুল হক এতে ইমামতি করেন।
নামাজ শেষে মুনাজাতে বাংলাদেশসহ সারা বিশ্বকে করোনা মহামারী থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।